হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশে আটক ৩৪ জেলের মুক্তির অনুরোধ ভারতের

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ১৪ ও ১৫ জুলাই তাঁদের আটক করা হয়। এ ঘটনার পর ভারত সরকার বাংলাদেশ সরকারের কাছে এই জেলেদের নিরাপদে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। ভারত সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে ঢাকার কাছে দ্রুত ও নিরাপদে তাঁদের ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। গতকাল শুক্রবার ভারত সরকারের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, গত ১৪ ও ১৫ জুলাইয়ের মাঝরাতে দুটি ভারতীয় মাছ ধরার ট্রলারসহ এই জেলেদের আটক করা হয়। ঘটনার খবর পাওয়ার পরপরই ঢাকায় ভারতীয় হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এবং আটক জেলেদের সঙ্গে কনস্যুলার পর্যায়ে সাক্ষাতের আবেদন জানায়।

সূত্র বলেছে, ‘জেলেদের নিরাপদ ও দ্রুত প্রত্যাবর্তনের জন্য আমরা বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি, যাতে ট্রলারসহ তাঁদের ফেরত আনা যায়।’ সূত্র আরও জানায়, আটক জেলেরা দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার—এফবি ঝড় ও এফবি মা মঙ্গল চণ্ডীতে করে মোংলার কাছে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরছিল বলে অভিযোগ।

বাংলাদেশি কর্তৃপক্ষের দাবি, এই ভারতীয় নাগরিকেরা আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে এবং সেখানে মাছ ধরছিল। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

গত বছরের আগস্টে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে ঢাকা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে বড় ধরনের অবনতি দেখা গেছে।

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

ব্রাজিলে ধসে পড়ল ‘স্ট্যাচু অব লিবার্টির’ ১১০ ফুট উঁচু রেপ্লিকা

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত