হোম > বিশ্ব

‘আমি ঠিক আছি’—পাপুয়ার জঙ্গল থেকে এক বছর পর জিম্মি পাইলটের বার্তা 

গেরিলা বাহিনীর হাতে জিম্মি হওয়ার এক বছর পর পশ্চিম পাপুয়ার গহিন জঙ্গল থেকে স্ত্রী-সন্তানের উদ্দেশে বার্তা পাঠিয়েছেন নিউজিল্যান্ডের একজন পাইলট। 

দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম পাপুয়া লিবারেশন আর্মির প্রকাশিত একটি ভিডিওতে ৩৮ বছর বয়সী পাইলট ফিলিপ মার্ক মেহার্টেন্সকে ক্ষুধার্ত ও কঙ্কালসার অবস্থায় দেখা গেছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাঁকে অপহরণ করেছিল গেরিলারা। 

পাপুয়ার পার্বত্য জেলা নাদুগার দুর্গম মালভূমির পারো বিমানবন্দরে একটি ছোট বিমান অবতরণ করার পর মেহার্টেন্সকে আটক করেছিল পাপুয়া লিবারেশন আর্মি। এই দল ইন্দোনেশিয়ার বিচ্ছিন্নতাবাদী ‘ফ্রি পাপুয়া মুভমেন্ট’-এর একটি সশস্ত্র শাখা। 

প্রকাশিত ভিডিওতে স্ত্রীর উদ্দেশে মেহার্টেন্স বলেছেন, ‘আমি ঠিক আছি। তারা আমার সঙ্গে ভালো আচরণ করছে। আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি এবং আমি আশা করি, তুমি ও জ্যাকব সুস্থ আছ এবং সমর্থন পাচ্ছ।’ 

মেহার্টেন্স আরও বলেছেন, ‘আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি এবং তোমাদের দুজনকেই অনেক মিস করি। আশা করছি, শিগগিরই তোমাদের সঙ্গে কথা বলতে পারব।’ 

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি গত ২২ ডিসেম্বর ধারণ করা হয়েছিল। কয়েক সপ্তাহ অপেক্ষার পর গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশ করেছে। 

কিছুদিন আগে সশস্ত্র দলটি দাবি করেছিল, মেহার্টেন্সের মুক্তির জন্য এই দলের কমান্ডার কগোইয়াকে অনুরোধ করা হয়েছে। দলটির মুখপাত্র কেবি সাম্বোম বলেছেন, ‘স্বাধীন পাপুয়ার গ্যারান্টি হিসাবে পাইলটকে ব্যবহার করা একেবারেই অসম্ভব। এ ধরনের বিনিময়ের কোনো নজির নেই। পৃথিবীতে এমন কোনো ইতিহাস নেই যে, কোনো দেশ জিম্মির বিনিময়ে স্বাধীনতা লাভ করেছে।’ 

জানা গেছে, গত বছরের এপ্রিলে অপহৃত মেহার্টেন্সকে উদ্ধার করতে গিয়ে গেরিলাদের হামলায় ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর অন্তত ছয় সেনা নিহত হয়েছিল। 

পাপুয়া বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপভূমি। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে ব্যাপকভাবে সমালোচিত একটি ভোটে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। এর আগে এ অঞ্চলটি একটি ডাচ উপনিবেশ ছিল।

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান