হোম > বিশ্ব

হাইতিতে গ্যাংগুলোর সংঘর্ষে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু

হাইতিতে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর যুদ্ধে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশুও ছিল। এই যুদ্ধের ফলে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে নারী–শিশুসহ কয়েক হাজার মানুষকে। গত রোববার থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সি (ডিপিএ) জানিয়েছে, দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে চারটি এলাকায় গত রোববার সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত এক ডজন বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়াদের অনেকেই স্থানীয় মেয়রের কার্যালয়ের প্রাঙ্গণে আশ্রয় নিয়েছিল। 

গত বছরের ৭ জুলাই দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যাকাণ্ডের পর দেশটিতে দীর্ঘদিন রাজনৈতিক শূন্যতার মধ্যে দেশটির সশস্ত্র গ্যাংগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। এবং দেশটির বিভিন্ন অঞ্চল সরকারের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে সশস্ত্র সহিংসতা বৃদ্ধি করেছে। এমন পরিস্থিতি দেশটির নাগরিকদের ক্ষুব্ধ ও হতাশ করেছে। তাঁরা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে এই পরিস্থিতি নিরসনে তড়িৎ পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন। 

এদিকে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ গত ৭ ফেব্রুয়ারি শেষ হয়ে গেলেও আগামী নির্বাচন কখন এবং কীভাবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। এই নিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। 

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র