হোম > বিশ্ব

হাইতিতে গ্যাংগুলোর সংঘর্ষে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু

হাইতিতে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর যুদ্ধে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৬ জন শিশুও ছিল। এই যুদ্ধের ফলে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে নারী–শিশুসহ কয়েক হাজার মানুষকে। গত রোববার থেকে শুরু হওয়া এই যুদ্ধ এখনো চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সি (ডিপিএ) জানিয়েছে, দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তরে চারটি এলাকায় গত রোববার সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত এক ডজন বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়াদের অনেকেই স্থানীয় মেয়রের কার্যালয়ের প্রাঙ্গণে আশ্রয় নিয়েছিল। 

গত বছরের ৭ জুলাই দেশটির প্রেসিডেন্ট জোভেনেল মোইসের হত্যাকাণ্ডের পর দেশটিতে দীর্ঘদিন রাজনৈতিক শূন্যতার মধ্যে দেশটির সশস্ত্র গ্যাংগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। এবং দেশটির বিভিন্ন অঞ্চল সরকারের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে সশস্ত্র সহিংসতা বৃদ্ধি করেছে। এমন পরিস্থিতি দেশটির নাগরিকদের ক্ষুব্ধ ও হতাশ করেছে। তাঁরা প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে এই পরিস্থিতি নিরসনে তড়িৎ পদক্ষেপ নেওয়ার দাবি করেছেন। 

এদিকে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ গত ৭ ফেব্রুয়ারি শেষ হয়ে গেলেও আগামী নির্বাচন কখন এবং কীভাবে অনুষ্ঠিত হবে তা এখনো নির্ধারিত হয়নি। এই নিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। 

স্পেনে ট্রেন দুর্ঘটনায় তিন দিনের শোক ঘোষণা

সিরিয়ায় যুদ্ধবিরতির চুক্তি গেল ভেস্তে, সংঘাত তীব্রতর

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

মাখোঁ শান্তি পরিষদে না এলে ফরাসি মদ–শ্যাম্পেনে ২০০ শতাংশ শুল্ক, ট্রাম্পের হুমকি

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু