হোম > বিশ্ব

মেক্সিকোর নাইটক্লাবে গুলি করে ৮ জনকে হত্যা, আহত ৫ 

উত্তর মেক্সিকোর শহর জেরেজের ব্যস্ত নাইটক্লাবে বন্দুকধারীরা গুলি করে আটজনকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। পুলিশের বরাত দিয়ে আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

মেক্সিকোর নিরাপত্তা সচিবালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাত ও শনিবারের মাঝামাঝি সময়ে ভারী অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি দুটি গাড়িতে করে ওই পানশালায় ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি করতে শুরু করে। এ সময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ছয়জন মারা যান। অপর দুজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হাসপাতালে এখনো পাঁচজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সংগীতশিল্পী ও বহিরাগত ক্রেতা রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের রক্তে মেঝে ভেসে যাচ্ছিল। ক্লাবে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। 

নাইটক্লাবটির নাম ‘এল ভেনাদিতো’। এটি রাজধানী জাকাতেকাস থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জেরেজ শহরের কেন্দ্রে অবস্থিত। 

এএফপি বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর জেরেজ শহরে সহিংসতা বেড়েছে। সহিংসতার জেরে গত বছর এই শহরের আশপাশের গ্রাম থেকে শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে গেছে। জাকাতেকাস হচ্ছে মাদক ব্যবসায়ীদের একটি কৌশলগত জায়গা। এখানে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুটি গ্রুপ জালিস্কো নিউ জেনারেশন ও সিনালোয়া কার্টেলের মধ্যে প্রায়ই হামলার ঘটনা ঘটে। 

গাজা গণহত্যায় অস্ত্র–অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত—গোপন নথি ফাঁস

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

গাজায় তীব্র শীতে ৬ শিশুর মৃত্যু, দেয়াল ধসে নিহত আরও ৫

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

প্রতিষ্ঠানগুলো দখলে নিন, খুনিদের নাম লিখে রাখুন—ইরানিদের উদ্দেশে ট্রাম্প

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি