হোম > বিশ্ব

এবার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

ইন্দোনেশিয়া ও তুরস্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) উপকূলীয় বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসে এই ভূকম্পন অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। আর উৎপত্তিস্থল ছিল লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অঞ্চলটির গভর্নর মেরিনা দেল পিলার আভিলা টুইটারে বলেছেন, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। 

এদিকে আজ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে এখনো কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি। 

এর আগে সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ