হোম > বিশ্ব

এবার ভূমিকম্পে কাঁপল মেক্সিকো

ইন্দোনেশিয়া ও তুরস্কের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) উপকূলীয় বাজা ক্যালিফোর্নিয়ার লাস ব্রিসাসে এই ভূকম্পন অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। আর উৎপত্তিস্থল ছিল লাস ব্রিসাসের ৩০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১৯ কিলোমিটার গভীরে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অঞ্চলটির গভর্নর মেরিনা দেল পিলার আভিলা টুইটারে বলেছেন, বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ। 

এদিকে আজ তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তবে এখনো কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত হওয়া যায়নি। 

এর আগে সোমবার ইন্দোনেশিয়ার স্থানীয় সময় দুপুরে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ হতাহত হয়। ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২৬৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পে ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। এ ছাড়া নিখোঁজ রয়েছে দেড় শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক