হোম > বিশ্ব

ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় ভু্গেছেন পুতিন

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । আজ রোববার  রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়া ১ টি টিভিকে  দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার (২৩ মার্চ) করোনার ভ্যাকসিন গ্রহণ করেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে পুতিন বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পরদিন সকালে জেগে উঠি । তখন আমার শরীরে সামান্য ব্যাথা ছিল। আমি থার্মোমিটার নিয়ে দেহের তাপমাত্রা মাপি। তবে সেটি স্বাভাবিক ছিল’।

পুতিন জানান, রাশিয়ার তৈরি ভ্যাকসিনই তার দেহে প্রয়োগ করা হয়েছে। তবে কোনটি দেওয়া হয়েছে সেটি তিনি জানেন না।

 গত ডিসেম্বরে পুতিনকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রেমলিন। তবে পুতিন এ প্রসঙ্গে বলেছেন, তিনি যে ভ্যাকসিন নেওয়ার পরিকল্পনা করেছেন তার সঙ্গে অন্য ভ্যাকসিন যুক্ত করার প্রয়োজন ছিল বলেই তার নিতে দেরি হয়েছে।     

 রাশিয়ার ভ্যাকসিনগুলো মধ্যে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে স্পুটনিক-৫ ভ্যাকসিনটি। পুতিন বলেছেন, রাশিয়ায় তৈরি সবগুলো ভ্যাকসিনই প্রায় একই গুণসম্পন্ন। 

  রাশিয়ার জরিপসংস্থা লেভাদা সেন্টারের গত ১ মার্চের করা এক জরিপে বলা হয়,  দুই-তৃতীয়াংশ রুশ নাগরিক করোনার টিকা নিতে আগ্রহী নয়। এর অন্যতম কারণ হিসেবে টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি উল্লেখ করেন তারা।

 গত ডিসেম্বরে রাশিয়ায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। গত সোমবার( ২২ মার্চ) পুতিন জানিয়েছিলেন, রাশিয়ার মোট ১৪ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে ৪৩ লাখ মানুষ করোনার একটি ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছেন।

সূত্র: রয়টার্স।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু