দক্ষিণপূর্ব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে মেলবোর্নের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে ম্যানসফিল্ডে ভূমিকম্পটি আঘাত হানে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আঘাত হানা এটিই সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্প।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, 'ভালো খবর হচ্ছে, ভূমিকম্পে কেউ গুরুতর আহত হয়েছেন এমন কোনো খবর এখনো পাওয়া যায়নি।'
ভিক্টোরিয়ার স্টেট ইমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে বাসিন্দাদের সম্ভাব্য আফটার শকের জন্য সতর্ক থাকতে বলেছে। কর্তৃপক্ষ বলেছে, 'যদি আপনি ভিক্টোরিয়ার বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি এখনো কিছুটা ঝুঁকির মুখে রয়েছেন। ভূমিকম্প বা পরবর্তী কম্পনের সময় ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি চালানো পরিহার করুন।'
দেশটির আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সুনামির আশঙ্কা নেই।