হোম > বিশ্ব

ভারতে শুরু হচ্ছে জনসনের টিকার পরীক্ষা

ভারতে নিজেদের তৈরি এক ডোজের করোনা টিকার পরীক্ষা অচিরেই শুরু করবে বলে জানিয়েছে মার্কিন বহুজাতিক কোম্পানি জনসন অ্যান্ড জনসন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মার্কিন ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসন ভারতের কেন্দ্রীয় ওষুধের মান নিয়ন্ত্রণ সংস্থাকে (সিডিএসসিও) একটি চিঠি পাঠায়। এতে প্রতিষ্ঠানটি জানায়, ভারতে এক ডোজের করোনার টিকার ক্লিনিক্যাল পরীক্ষা চালাতে খুব শিগগিরই তারা অনুমতি চাইবে।

এ বিষয়ে জনসন অ্যান্ড জনসন ও সিডিএসসিওর সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

এই খবর এমন সময়ে এল যখন ভারতে করোনা সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে এরই মধ্যে টিকার সরবরাহ সংকট চরম মাত্রায় পৌঁছেছে। দেশটির বিভিন্ন রাজ্য কর্তৃপক্ষ কেন্দ্র সরকারকে এ নিয়ে দুষতে শুরু করেছে। বিভিন্ন উদাহরণ টেনে রাজ্যগুলো টিকার সরবরাহ ও বণ্টন ব্যবস্থায় বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ তুলছে। যদিও কেন্দ্র সরকার বরাবরই বলে আসছে টিকার সরবরাহে কোনো সংকট নেই। পর্যাপ্ত টিকা তাদের হাতে রয়েছে। কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে এই দাবি ক্রমেই খেলো বলে প্রমাণিত হচ্ছে।

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন বাজে দিকে যাচ্ছে। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এটিই ভারতে একদিনে শনাক্ত হওয়া সর্বোচ্চ সংক্রমণ। একই সময়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭৮০ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৬৪২। এই অবস্থায় টিকার প্রয়োজনীয়তা ভীষণভাবে বেড়ে গেলেও সরবরাহ সংকটে তা থমকে যাচ্ছে।

টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্যমতে, দেশটিতে এখন পর্যন্ত মোট ৯ কোটি ৪৩ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখনো টিকা কার্যক্রম অব্যাহত থাকলেও বেশ কিছু অঞ্চলে সরবরাহ সংকটের কারণে টিকা দেওয়া যাচ্ছে না। এর মধ্যে মুম্বাই অন্যতম। সেখানে সবরাহ সংকটের কারণে আজ শুক্রবার বেশ কিছু টিকাকেন্দ্র বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ভারতে বর্তমানে দুটি টিকা প্রয়োগের অনুমোদন পেয়েছে। এর মধ্যে একটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি। অন্যটি ভারত বায়োটেকের তৈরি। অনুমোদনের অপেক্ষায় রয়েছে রাশিয়ার স্পুটনিক ফাইভ এবং ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেডের তৈরি টিকা।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল