হোম > বিশ্ব

এখনই ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে চায় না রাশিয়া

ভারতের সঙ্গে রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তির আলোচনা স্থগিত করল রাশিয়া। মাসজুড়ে দর-কষাকষির পর প্রক্রিয়াটি স্থগিত হয় বলে রয়টার্সকে জানান ভারতের দুই সরকারি কর্মকর্তাসহ তিনটি সূত্র। তবে বিষয়টি নিয়ে মস্কো বা ভারত—কারও পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

আলোচনাটি স্থগিত হওয়ায় বড়সড় ধাক্কা খেল ভারতীয় আমদানিকারকেরা। কারণ, দুই দেশের মধ্যে রুপিতে বাণিজ্য নিষ্পত্তি করতে স্থায়ী চুক্তির অপেক্ষায় ছিলেন তাঁরা। চুক্তি হলে রাশিয়া থেকে তেল ও কয়লা আমদানি করা আরও সহজ হতো। 

এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি অনেক। মস্কো মনে করে রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিষ্পত্তি হলে, বছর শেষে ৪০০ কোটি ডলারের বেশি রুপি উদ্বৃত্ত হিসেবে তাদের রাষ্ট্রীয় কোষাগারে জমবে। তারা চাইছে না কোষাগারে এত মোটা অঙ্কের রুপি জমা হোক। 

ওই কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, এই সময়ে দুই দেশের মধ্যে বেশির ভাগ লেনদেন ডলারেই নিষ্পত্তি হয়েছে। তবে অন্য মুদ্রা যেমন সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ব্যবহার করেও আমদানি-রপ্তানি বেড়েছে। চুক্তির ব্যাপারটি হয়তো অন্য কোনো উপায়ে নিষ্পত্তি হতে পারে। এর মধ্যে ভূমিকা রাখতে পারে তৃতীয় কোনো দেশও। 

নাম প্রকাশ না করার শর্তে আরেক ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মস্কো রুপি ধরে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। তারা চায় চীনা ইউয়ান বা অন্য মুদ্রায় দ্বিপক্ষীয় লেনদেন হোক। 

এই ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিষ্পত্তির জন্য তৃতীয় পক্ষকে ব্যবহার করা হচ্ছে। কারণ, সুইফটের মাধ্যমে অন্য দেশের সঙ্গে লেনদেনের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। তাই রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য তারা তৃতীয় কোনো দেশকে অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তৃতীয় পক্ষ হিসেবে ব্যবহৃত দেশগুলোর মধ্যে চীনও রয়েছে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

ইরানে মার্কিন অস্ত্র উদ্ধার ও বিদেশি সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিনদের দ্রুত ইরান ছাড়তে বলল ট্রাম্প প্রশাসন

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত