হোম > বিশ্ব

করোনার বিধি ভেঙে শাস্তির মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট

ঢাকা: করোনাবিধি ভেঙে এবার জরিমানার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা মহামারির মধ্যে বিধি ভেঙে জনসভা আয়োজন ও তাতে অংশ নেওয়ায় ব্রাজিলের মারানহাও প্রদেশ প্রশাসন প্রেসিডেন্টকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে।

মারানহাও প্রদেশের গভর্নর ফ্লাভিও দিনো এক টুইট বার্তায় বলেন, আইনের চোখে সবাই সমান। এই প্রদেশে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ এবং সবার মাস্ক পরা বাধ্যতামূলক।

মারানহাও প্রদেশ প্রশাসনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁকে জরিমানা করা হবে। বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রেসিডেন্টের দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। জবাব দিতে ১৫ দিন সময় নিয়েছে বলসোনারোর অফিস। এরপর জরিমানার অঙ্ক নির্ধারণ করা হবে।

করোনা শনাক্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আর করোনায় মৃত্যুর দিক দিয়ে অবস্থান দ্বিতীয়তে। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ব্রাজিলের নাম। করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে দেশটির অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবার অবস্থাও নড়বড়ে। তবে এমন সংকটাপন্ন পরিস্থিতিতেও ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিতর্কিত কর্মকাণ্ড থেমে নেই। মহামারির শুরু থেকেই বিভিন্ন সিদ্ধান্ত ও মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন তিনি।

ব্রাজিলের মারানহাও প্রদেশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে ওই প্রদেশে যান প্রেসিডেন্ট বলসোনারো। করোনা মহামারির মধ্যেই আয়োজিত সেই অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন বহু মানুষ। কেউই মেনে চলেননি করোনার বিধিনিষেধ। কারও মুখেই ছিল না মাস্ক। প্রেসিডেন্ট বলসোনারো নিজেও মাস্ক পরেননি।

ওয়ার্ল্ডোমিটারস সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় ১ হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। মহামারি শুরুর পর থেকে দেশটিতে কোভিড রোগী শনাক্ত হয়েছে ১ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ২৯১ জন।

পুতিনের নৈশভোজে যোগ দেবেন শশী থারুর, আমন্ত্রণ পাননি রাহুল

সিরিয়ায় নতুন বিদ্রোহের প্রস্তুতি—নেপথ্যে আসাদের নির্বাসিত গোয়েন্দাপ্রধান ও চাচাতো ভাই

পুতিনের হাতে ভগবদ্গীতা তুলে দিলেন মোদি

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার