হোম > বিশ্ব

শিগগিরই বাজারে আসছে সানোফি-জিএসকের কোভিড টিকা

ঢাকা: দ্বিতীয় ট্রায়ালে গতকাল সোমবার ফরাসি ফর্মাসিউটিক্যালস কোম্পানি সানোফি ও ব্রিটিশ কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের করোনাভাইরাসের টিকার বেশ ইতিবাচক ফল পাওয়া গেছে। এ টিকা প্রাপ্তবয়স্কদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। শিগগিরই টিকাটির চূড়ান্ত ট্রায়াল সম্পন্ন হবে।

এর আগে প্রাথমিক কয়েকটি ট্রায়ালে সানোফি ও গ্ল্যাক্সোস্মিথক্লাইনের টিকার হতাশাজনক ফল এসেছিল। তা না হলে অন্যান্য করোনা টিকার মতো এ টিকাও এখন বাজারে থাকতে পারত। এখন দ্বিতীয় ট্রায়াল সফল হওয়ায়, চলতি বছরের মধ্যেই টিকাটির বাকি এবং শেষ ট্রায়াল সম্পন্ন হয়ে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ টিকার দ্বিতীয় ট্রায়াল হয়েছে যুক্তরাষ্ট্র এবং হন্ডুরাসে। দুই দেশের ৭২২ জন স্বেচ্ছাসেবী এ ট্রায়ালে অংশ নেন, যাদের বয়স ১৮–৯৫–এর মধ্যে।

এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের কয়েকটি দেশে টিকাটির চূড়ান্ত ট্রায়াল অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন প্রায় ৩৭ হাজার স্বেচ্ছাসেবী। এ ট্রায়ালে বিশ্বের বিভিন্ন দেশে নতুন যেসব ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, সেগুলোর বিরুদ্ধে এটির কার্যকারিতা পরীক্ষা হবে বলে জানান সানোফির টিকা শাখার প্রধান থমাস ট্রায়াম্ফ।

সানোফির এ কর্মকর্তা বলেন, চলমান মহামারি মোকাবিলায় আমাদের অনেক ধরনের টিকা দরকার। বিশেষত নতুন নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়ার জন্য আমাদের দরকার সর্বশেষ প্রযুক্তির টিকা।

প্রসঙ্গত, নিজেদের বর্তমান সক্ষমতায় কোম্পানি দুটি বছরে ১০০ কোটি ডোজ টিকা উৎপাদন করতে পারবে। তাছাড়া এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা এবং কয়েকটি উন্নয়নশীল দেশ তাদের প্রাক ক্রয়াদেশ দিয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

২০২৫ সালের সেরা সিইও কে

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২