রাশিয়ার হামলার পর গত ১০ দিনে ১৫ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি আজ রোববার এমনটি জানিয়েছেন।
এক টুইটার পোস্টে গ্র্যান্ডি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দ্রুততম ক্রমবর্ধমান শরণার্থী সংকট এটি।
এদিকে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে প্রায় ৩৮ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে জার্মানিতে গেছে।
জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিএনএনকে বলেন, জার্মান ফেডারেল পুলিশের কাছে রোববার পর্যন্ত ৩৭ হাজার ৭৮৬ শরণার্থী নিবন্ধন করেছে।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার জার্মান সংবাদপত্র বিল্ড অ্যাম সোনট্যাগকে বলেছেন যে ইউক্রেনের যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের জার্মানি আতিথ্য দেবে, তাদের জাতীয়তা যাই হোক না কেন।