হোম > বিশ্ব > ইউরোপ

ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে কুড়াল হামলায় নারী নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিবিসি

পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে এক নারীর ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারী একজন কর্মী ছিলেন এবং গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে তিনি হামলার শিকার হন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এক নিরাপত্তা রক্ষী।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ২২ বছর বয়সী এক পোলিশ তরুণকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় একজন প্রসিকিউটর জানিয়েছেন, আটক যুবক তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তবে তিনি ওয়ারশ শহরের নন।

বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে ‘একটি বিরাট ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ক্যাম্পাসে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।

জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হামলাকারী ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে এবং সরাসরি ‘অডিটোরিয়াম ম্যাক্সিমাম’ নামের বড় লেকচার হলে চলে যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত নারী ৫৩ বছর বয়সী একজন প্রহরী ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নিরাপত্তাকর্মীর বয়স ৩৯।

বিশ্ববিদ্যালয়ের রেক্টর অলোইজি নোভাক বলেন, ‘এই হত্যাকাণ্ডে আমরা সবাই স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’

পোল্যান্ডের ন্যায়বিচার মন্ত্রী আদম বডনার ওই সময় কাছাকাছি একটি হলে প্যানেল আলোচনায় অংশ নিচ্ছিলেন। তিনি হামলা প্রত্যক্ষ না করলেও রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তিনি ঘটনার কথা জানতে পারেন। তিনি জানান, তাঁর নিরাপত্তায় নিযুক্ত একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আহত নিরাপত্তারক্ষীকে সহায়তা করেছেন।

ওয়ারশ শহরের মেয়র রাফাল ত্রাশকোভস্কিও এই ঘটনাকে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এই বর্বর হামলার উপযুক্ত ও কঠোর শাস্তি হওয়া উচিত।’

এই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সংগীত উৎসব ‘জুভেনালিয়া’ আয়োজনের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল