হোম > বিশ্ব

নন্দীগ্রামের বুথে বন্দী মমতা, জনসভায় জয়ের নিশ্চয়তা মোদীর

দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের বয়ালে অবাধে জাল ভোট দিচ্ছে বিজেপি। এমন অভিযোগে বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের ৭ নম্বর বুথে ছুটে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে নিজেই বুথের মধ্যে আটকে পরেন। ২ ঘণ্টা বন্দি থাকার পর সোয়া ৩টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে নিরাপদে বাইরে নিয়ে আসেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ সম্মেলন করেন তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রী। এতে মমতা বলেন, ‘নন্দীগ্রাম নিয়ে আমি চিন্তিত নই; গণতন্ত্র নিয়ে চিন্তিত। এখানে ভোটে চিটিংবাজি হয়েছে।’

বয়ালের ওই বুথে ৮০ শতাংশ ভোট বিজেপির প্রার্থীরা পিটিয়ে নিয়েছে বলেও দাবি মমতার। জালভোট হওয়ার এমন ৬৩টি অভিযোগ পেয়েছেন বলে জানান এ প্রার্থী। তবে কেন্দ্রীয় বাহিনী এ নিয়ে তেমন কোন ব্যবস্থা নেয়নি উল্লেখ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন মমতা।

তবে কেন্দ্র ত্যাগের সময় ‘ভিক্টরি চিহ্ন’ দেখাতে ভোলেননি মমতা। জয়ের আশাবাদ ব্যক্ত করে মমতা বলেন, ‘নন্দীগ্রামে তৃণমূল ৯০ শতাংশ ভোট পাবে। মা-মাটি-মানুষের আশীর্বাদে আমিই জিতব।’

মমতার অভিযোগ উড়িয়ে দেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘হেরে যাবেন বুঝে উত্তেজনা সৃষ্টি করছেন মমতা। নির্বাচন কমিশনকে ভরসা করা উচিত।’

এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ও হাওড়ার উলুবেড়িয়ায় বক্তব্য রেখেছেন। ২টি জনসভায়ই নীলবাড়ির লড়াইয়ের ‘হট সিট’ নন্দীগ্রামের প্রসঙ্গ টানেন মোদী।

মোদী বলেন, ‘বাংলা যা চাইছে নন্দীগ্রামে সেটাই হয়েছে। দিদি, প্রথমে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে গিয়েছিলেন। পরে বুঝলেন সেটা ভুল করেছি।’

বাংলায় ‘আসল পরিবর্তন’-এর জোর হাওয়া বইছে উল্লেখ করে নিশ্চিত জয়ের প্রত্যাশাও ব্যক্ত করেন মোদী।

মমতার নেতৃত্বকে ‘সিন্ডিকেট সরকার’ আখ্যা দিয়ে মোদী বলেন, ‘দিদি সব কিছুতে শুধু বাধা দিতেই জানেন। ১০ বছর কোনও পরিকল্পনা ছাড়াই সরকার চালিয়েছেন। শিল্পকে ধ্বংস করেছেন। কিন্তু একবিংশ শতকের বাংলায় ওই সরকার চলবে না। বাংলার দরকার এক দূরদৃষ্টিসম্পন্ন সরকার, যারা পরিকল্পনা করে বাংলার উন্নতির লক্ষ্যে কাজ করবে।’

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের