হোম > বিশ্ব

করোনার আরেকটি ‘জীবনরক্ষাকারী’ চিকিৎসার খোঁজ

ঢাকা: করোনার রোগীদের জন্য জীবনরক্ষাকারী আরেকটি চিকিৎসা পদ্ধতির খোঁজ পাওয়া গেছে । এই চিকিৎসা পদ্ধতির নাম মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এটি একটি ব্যয়বহুল চিকিৎসা। এই চিকিৎসায় দেহের প্রদাহজনক প্রতিক্রিয়াকে কমানো হয় না বরং শক্তিশালী অ্যান্টিবডিগুলোকে শরীরের শিরায় ঢুকিয়ে দেওয়া হয় ভাইরাসগুলোকে নিষ্ক্রিয় করার জন্য।

থেরাপিটির ট্রায়ালের দেখা গেছে, হাসপাতালের ভর্তি গুরুতর করোনা রোগীদের তিনজনের মধ্যে একজনকে এটি সেরে উঠতে সহায়তা করে করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি ১০০ জনের মধ্যে ছয় জনের জীবন বাঁচাতে পারে এই চিকিৎসা পদ্ধতি।

জানা গেছে, যাদের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়নি তাঁদেরকেই এই চিকিৎসা দেওয়া যাবে। যার খরচ পড়বে এক হাজার পাউন্ড থেকে দুই হাজার পাউন্ড পর্যন্ত।

ট্রায়ালের সময় এই থেরাপির চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন ৩৭ বছর বয়সী কিম্বার্লি ফেদারস্টোন। তিনি বলেন, আমি খুবই ভাগ্যবান কারণ যখন আমি হাসপাতালে গিয়েছি তখনই সেখানে এই থেরাপির ট্রায়াল চলছিল। আমি এই ট্রায়ালের অংশ হতে পেরে খুবই আনন্দিত। আমি একটি সফল চিকিৎসা ব্যবস্থার অংশ হতে পেরেছি।

মনোক্লোনাল অ্যান্টিবডি নামের এই চিকিৎসা পদ্ধতি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি রেজেনারন। এই থেরাপির কারণে ভাইরাস কোষে আক্রমণ করতে পারে না এবং প্রতিলিপিও তৈরি করতে দেয় না।

যুক্তরাজ্যে এক হাজার রোগীর ওপর এই থেরাপির ট্রায়াল চালানো হয়।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, এই থেরাপি মৃত্যুর ঝুঁকি কমায়, হাসপাতালতে থাকার সময় কমায় এবং এটি নিলে ভ্যান্টিলেটরের প্রয়োজন হয় না।

এ নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রধান তদন্তকারী স্যার পিটার হরবায় বলেন, অ্যান্টিবডি থেরাপি করোনা সারাতে সঠিক চিকিৎসা কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আরও কিছু গবেষণা হলে এটি স্পষ্ট হবে। করোনা থেকে সেরে ওঠা রোগীদের প্লাজমা দিয়ে করোনার চিকিৎসার কার্যকারিতা এখনো প্রমাণিত হয়নি।

তবে মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রায়ালে ল্যাবে তৈরি দুইট নির্দিষ্ট অ্যান্টিবডির অনেক ডোজ ব্যবহার করা হয়েছে যেটি ভাইরাসের। যা মহামারী ভাইরাসকে দূর করতে পারে।

গত বছরের জুনে ডেক্সামেথাসনকে করোনার চিকিৎসায় প্রথম জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে ঘোষণা দেয় ব্রিটিশ বিজ্ঞানীরা। ডেক্সামেথাসন ভেন্টিলেশন ও অক্সিজেনের প্রয়োজন হয় এমন রোগীদের জীবন বাঁচাতে অত্যন্ত কার্যকর বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা।

ভিত্তিহীন অভিযোগে হার্ভার্ডের অধ্যাপককে গ্রেপ্তার করল মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট