হোম > বিশ্ব > ভারত

ভারতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে ২ নারী ও এক বৃদ্ধের মৃত্যু, আহত ৫০

কলকাতা সংবাদদাতা

গুন্ডিচা মন্দিরের কাছে রথযাত্রায় পদপিষ্টের ঘটনা ঘটে। ছবি: দ্য ইকোনমিক টাইমস

উড়িষ্যার পুরীতে রথযাত্রায় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ রোববার ভোররাত সাড়ে চারটার দিকে শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরে পৌঁছাতেই এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন— প্রেমাকান্ত মোহান্তি (৭০), প্রভাতী দাস ও বাসন্তী সাহু। তিনজনই খুরদা জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের মতে, রথযাত্রা উপলক্ষে হাজার হাজার ভক্ত সেখানে ভিড় জমিয়েছিলেন। রথের কাছাকাছি যাওয়ার হুড়োহুড়িতে অনেকে মাটিতে পড়ে যান। তখন আতঙ্কিত হয়ে ভক্তরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা।

আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় পুরী জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুরীর জেলাশাসক সিদ্ধার্থ শঙ্কর স্বয়েন জানিয়েছেন, ‘অতিরিক্ত ভিড়ের কারণে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রস্তুতির অভাবেই এই দুর্ঘটনা।

ঘটনার পর থেকেই প্রশাসন ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উৎসবের আনন্দে নেমে এসেছে বিষাদের ছায়া।

প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘটনাটিকে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ বলে মন্তব্য করেছেন এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯