হোম > বিশ্ব > ভারত

কলকাতার খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩০০ দোকান পুড়ে ছাই

কলকাতা সংবাদদাতা

প্রতীকী ছবি

কলকাতার খিদিরপুর বাজারে আগুন লেগে প্রায় ১ হাজার ৩০০ দোকান পুড়ে গেছে। গতকাল রোববার রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রায় ২০টি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। যার প্রভাবে আজ সোমবার অনেক দোকান পুরোপুরি ধসে যায়। কিছু এলাকায় এখনো ‘পকেট ফায়ার’ জ্বলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়দের দাবি, এই বিধ্বংসী আগুনে ইতিমধ্যেই প্রায় ১ হাজার ৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আনুমানিক ৪০০-৪৫০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার খবর পাওয়ার পরও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে তিন ঘণ্টা সময় নিয়েছেন। প্রথমে যেসব ইঞ্জিন আসে, তাতে জলের অভাব ছিল বলে অভিযোগ উঠেছে।

দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে গেলে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনেকে ক্ষোভে ফেটে পড়েন। কেউ কেউ দমকলমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় কাউন্সিলর ও পুর প্রশাসনের কর্মকর্তারা জানান, বাজারের অনেক দোকানই অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে শর্টসার্কিট বা সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, এই বাজারে বহু ছোট ব্যবসায়ীর দিন চলে। অনেকেই সবকিছু হারিয়েছেন এক রাতেই। রাজ্য সরকারের কাছে তাঁরা পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নেভেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত