হোম > বিশ্ব

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে শতাধিক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে শতাধিক হয়েছে। আরও প্রায় এক শ মানুষকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নাইজার প্রদেশ থেকে এক বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের নিয়ে নাইজার নদী দিয়ে কোয়ারা রাজ্যে যাচ্ছিল নৌকাটি। একটা কাঠের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ পেয়েছি। এক শরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।’

ওকসানমি অজয় আরও বলেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

স্থানীয় পুলিশপ্রধান আব্দুল গানা লুকপাডা বলেন, ‘মঙ্গলবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। নৌকাটি গুঁড়িতে ধাক্কা খেয়ে একেবারে দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী নাইজার। এখানে স্থানীয়ভাবে তৈরি নৌকা চলে। নৌকাডুবি হয় প্রায়ই। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করে বলে নৌকাগুলো দুর্ঘটনার শিকার হয়।

গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে যায়। নিখোঁজ হয় আরও ২৫ জন।

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে