হোম > বিশ্ব

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে শতাধিক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে শতাধিক হয়েছে। আরও প্রায় এক শ মানুষকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নাইজার প্রদেশ থেকে এক বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের নিয়ে নাইজার নদী দিয়ে কোয়ারা রাজ্যে যাচ্ছিল নৌকাটি। একটা কাঠের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ পেয়েছি। এক শরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।’

ওকসানমি অজয় আরও বলেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

স্থানীয় পুলিশপ্রধান আব্দুল গানা লুকপাডা বলেন, ‘মঙ্গলবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। নৌকাটি গুঁড়িতে ধাক্কা খেয়ে একেবারে দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী নাইজার। এখানে স্থানীয়ভাবে তৈরি নৌকা চলে। নৌকাডুবি হয় প্রায়ই। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করে বলে নৌকাগুলো দুর্ঘটনার শিকার হয়।

গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে যায়। নিখোঁজ হয় আরও ২৫ জন।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক