হোম > বিশ্ব

নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত্যু বেড়ে শতাধিক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে নৌকাডুবির ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে শতাধিক হয়েছে। আরও প্রায় এক শ মানুষকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে, নাইজার প্রদেশ থেকে এক বিয়ের অনুষ্ঠানের যাত্রীদের নিয়ে নাইজার নদী দিয়ে কোয়ারা রাজ্যে যাচ্ছিল নৌকাটি। একটা কাঠের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি অজয় বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ পেয়েছি। এক শরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।’

ওকসানমি অজয় আরও বলেন, তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

স্থানীয় পুলিশপ্রধান আব্দুল গানা লুকপাডা বলেন, ‘মঙ্গলবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাঠের গুঁড়িটি পানির নিচে ছিল। নৌকাটি গুঁড়িতে ধাক্কা খেয়ে একেবারে দুই টুকরো হয়ে যায়। উদ্ধারকারীদের আসতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।’

নাইজেরিয়ার সবচেয়ে বড় নদী নাইজার। এখানে স্থানীয়ভাবে তৈরি নৌকা চলে। নৌকাডুবি হয় প্রায়ই। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলাচল করে বলে নৌকাগুলো দুর্ঘটনার শিকার হয়।

গত মাসে দেশটির সোকোতো রাজ্যে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় ১৫ শিশু ডুবে যায়। নিখোঁজ হয় আরও ২৫ জন।

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া