হোম > বিশ্ব > ভারত

ডোনাল্ড লুর জায়গায় ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ভারত-পাকিস্তান নিরাপত্তা ও পরমাণু ইস্যু বিশেষজ্ঞ পল কাপুর। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে ভারত-পাকিস্তান নিরাপত্তা ও পরমাণু ইস্যু বিশেষজ্ঞ পল কাপুরকে। এখন সিনেট অনুমোদন দিলেই তিনি হবেন দক্ষিণ এশিয়া ব্যুরোতে নিযুক্ত দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক। তাঁর দায়িত্ব হবে ভারতের পাশাপাশি এশিয়া অঞ্চলের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা।

যুক্তরাষ্ট্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল কাপুরকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি জো বাইডেন প্রশাসনের সময় দায়িত্ব পালনকারী ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন।

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক জোরদারে দৃঢ় সমর্থক এবং পাকিস্তানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত কাপুর ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা টিমে কাজ করেছেন।

দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ে খ্যাতনামা গবেষক ও লেখক পল কাপুর বর্তমানে মার্কিন নৌবাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক। পাশাপাশি তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং ফেলো হিসেবেও যুক্ত আছেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, জিহাদ অ্যাজ গ্রান্ড স্ট্রাটেজি: ইসলামিস্ট মিলিট্যান্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট ও ডেঞ্জারাস ডিটারেন্ট: নিউক্লিয়ার উইপনস প্রলিফারেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য পরামর্শক প্রকল্প পরিচালনার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত ট্র্যাক ১.৫ সংলাপেরও সদস্য।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে এফবিআই পরিচালক হিসেবে কাশ প্যাটেল ও হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শ্রীরাম কৃষ্ণন রয়েছেন।

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের