হোম > বিশ্ব

দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় ২ সিরীয় সেনা আহত

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের বিমান হামলায় দুই সেনাসদস্য আহত হয়েছেন। আজ বুধবার সকালে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে।

সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে সানার খবরে বলা হয়, বেশির ভাগ ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করা হয়। এ হামলায় দুই সেনা সদস্য আহত হওয়া ছাড়াও বস্তুগত ক্ষতিও হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসাবে ইসরায়েল এ বছর প্রায় ২০বার সিরিয়ায় হামলা চালিয়েছে।

সংস্থাটি বলছে, দিমাস শহরের বিমানবন্দরের কাছে সেনা অবস্থান লক্ষ্য করে এবং বৈরুত-দামেস্ক মহাসড়কের কাছে সিরীয় সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আবাস লক্ষ্য করে হামলা করা হয়।

যুদ্ধবিধ্বস্ত দেশটির ভেতরে এই তথ্য সংগ্রহের বিস্তৃত নেটওয়ার্ক আছে। সংস্থাটি বলছে, সিরিয়া সরকারের মিত্র শক্তি সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলা হয়। এর ফলে সেখানে আগুন লাগে।

সিরিয়ার সরকারনিয়ন্ত্রিত অংশে এ পর্যন্ত প্রায় ১০০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসবের দায় দেশটি কখনোই স্বীকার করেনি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২ জুলাই ইসরায়েল বিমান হামলা চালায় বলে সিরীয় সেনা কর্তৃপক্ষ জানায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বস্তুগত ক্ষতি হয়েছে।

গত কয়েক বছরে ইসরাইল দামেস্কের আন্ডর্জাতিক বিমানবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে। এর মধ্যে কখনো কখনো সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।

সিরিয়ায় বিমান হামলা নিয়ে ইসরায়েল ক্বদাচিৎ কোনো মন্তব্য করে। ‘চিরশত্রু’ ইরানকে সিরিয়ার ভূখণ্ডে পা ফেলতে দেবে না বলে  লাগাতার সতর্ক করে আসছে।

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

উত্তেজনার মধ্যেই কয়েক মার্কিন নাগরিককে আটক করল ভেনেজুয়েলা

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প