হোম > বিশ্ব

ধনী দেশগুলোকে নিজেদের স্বার্থেই গরিব দেশে টিকা নিশ্চিত করতে হবে

ঢাকা: গরিব দেশগুলোতে কোভিড টিকা নিশ্চিত করতে ধনী দেশগুলোকে অর্থায়ন করার আহ্বান জানিয়েছেন সাবেক বিশ্বনেতারা। ধনী দেশগুলোর সাবেক প্রেসিডেন্ট–প্রধানমন্ত্রীসহ শতাধিক সাবেক নেতা বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রমে গতি আনতে ধনী দেশগুলোর প্রতি এ আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। জি–৭ শীর্ষ সম্মেলন শুরুর আগে তাঁরা এই আহ্বান জানালেন।

তাঁরা বলেছেন, করোনাভাইরাস যেন ধরন পরিবর্তন করে বারবার পৃথিবীতে এসে হুমকির সৃষ্টি করতে না পারে এ লক্ষ্যে জি-৭ ভুক্ত (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) দেশগুলোর অর্থায়ন করা উচিত।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১–১৩ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ধনী দেশগুলোর সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলন। এ সম্মেলনকে সামনে রেখে টিকাদান কার্যক্রমে অর্থায়নের এই প্রস্তাব তুলে ধরা হয়েছে। আসন্ন সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সাবেক বিশ্ব নেতারা চিঠিতে লিখেছেন, ২০২০ সালে বৈশ্বিক সহযোগিতা ব্যর্থ হয়েছে। কিন্তু ২০২১ সাল একটি নতুন যুগের সূচনা করতে পারে। আসন্ন সামিটে ধনী দেশগুলোর করোনার বিরুদ্ধে লড়াইয়ে কমপক্ষে ৩০ বিলিয়ন ডলার অর্থায়নের নিশ্চয়তা দেওয়া উচিত।

চিঠি তাঁরা বলেছেন, জি–৭ ও জি–২০ দেশগুলোর পক্ষ থেকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কোভিড টিকা সরবরাহ নিশ্চিত করা কোনো দাতব্য কাজ নয়। বরং জোটের প্রত্যেকটি দেশের কৌশলগত স্বার্থেই এটি করা উচিত।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন চিঠিতে লেখেন, ভাইরাস সংক্রমণ, ধরন পরিবর্তন এবং বারবার ফিরে আসা ঠেকাতে জি-৭–এর সদস্য দেশগুলোর এগিয়ে আসতে হবে। সর্বোপরি এটি জি-৭ দেশগুলোর নিজেদের আত্মরক্ষার্থেই কাজে দেবে।

চিঠিতে বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী স্বাক্ষর করেছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে অন্যতম- যুক্তরাজ্যের সাবেক দুই প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ও টনি ব্লেয়ার, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। এ ছাড়া চিঠিটিতে আফ্রিকার সাবেক ১৫ জন নেতাও এতে স্বাক্ষর করেছেন।

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা ভয়ংকর

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

মাদুরোর সহকারীর নেতৃত্ব মানেন না মাচাদো, দেশে ফেরার ঘোষণা

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

এসে আমাকে ধরুন—ট্রাম্পকে এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর চ্যালেঞ্জ

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের

ভেনেজুয়েলায় ট্রাম্পের পদক্ষেপ মানবতার পথে বড় অগ্রগতি: মাচাদো