হোম > বিশ্ব

সুসম্পর্কের বার্তা দিয়ে এবার মোদিকে ইমরান খানের চিঠি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের জাতীয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়েছিলেন। গতকালমঙ্গলবার সেই চিঠির জবাব দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় তার দেশ। 

গত ২৯ মার্চ লেখা চিঠিটি ভারত কিংবা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র চিঠির বিষয়টি নিশ্চিত করেছে । এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

চিঠিতে ইমরান খান বলেন, ভারত-সহ প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তানের নাগরিকরা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে সম্পর্ক ভাল থাকলে তবেই ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত ইস্যুর সমাধান করা সম্ভব। যার মধ্যে অন্যতম জম্মু ও কাশ্মীর সমস্যা।

চিঠিতে করোনা মহামারির সঙ্গে ভারতীয়দের লড়াইকেও অভিনন্দন জানিয়েছেন ইমরান।

এর আগে গত ২৩ মার্চ সম্পর্ক পাকিস্তানের জাতীয় দিবসে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে চিঠি লেখেন নরেন্দ্র মোদি। চিঠিতে মোদি লেখেন,  প্রতিবেশী দেশ হিসেবে ভারত পাকিস্তানের বাসিন্দাদের সঙ্গে ভালো সম্পর্ক চায়।  আর এ জন্য সন্ত্রাস ও বিরোধিতামুক্ত পরিবেশ প্রয়োজন। এনডিটিভি, আল জাজিরা।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ