হোম > বিশ্ব

আগামী বছরও থাকবে করোনার প্রকোপ, সতর্ক করল ডব্লিউএইচও

বাংলাদেশে করোনার প্রকোপ কিছুটা কমে এলেও বিশ্বের অনেক দেশেই করোনার প্রকোপ এখনো কমেনি। বিশেষ করে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলোকে এখনো ভোগাচ্ছে করোনা। করোনার এই প্রকোপ সহসাই থামছে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রয়োজন অনুযায়ী এখনো টিকা পায়নি দরিদ্র দেশগুলো। ফলে সহজেই অনুমেয়, আগামী ২০২২ সালেও বিশ্বে করোনার প্রকোপ থামছে না। খবর বিবিসির। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ডা: ব্রুস আইলওয়ার্ড বলেছেন, '২০২২ সালের মধ্যে পৃথিবী থেকে করোনা বিদায় নিচ্ছে না।' 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলোর ৪০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলেও আফ্রিকার পাঁচ শতাংশ মানুষকেও টিকার আওতায় আনা যায়নি। 

টিকার অভাবে থাকা দেশগুলোকে এরই মধ্যে এক কোটি ডোজ টিকা সরবরাহ করেছে যুক্তরাজ্য। দেশটি আরও ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এসব উদ্যোগ প্রয়োজনের তুলনায় অনেক কম। 

ডা: ব্রুস আইলওয়ার্ড বলেন, ‘করোনা নির্মূলে আমরা সঠিক পথে নেই। টিকাদান কর্মসূচির গতি বাড়ানো না গেলে আগামী ২০২২ সালেও আমাদের মহামারির মধ্যেই থাকতে হবে।’ তিনি আরও বলেন, 'জি-৭ শীর্ষ সম্মেলনে ধনী দেশগুলো টিকাদানের অঙ্গীকার করেছিল। এখন ধনী দেশগুলোর উচিত, নিজেদের টিকার মজুত পর্যালোচনা করে দরিদ্র দেশগুলোর মাঝে তা বণ্টন করা।'    

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

গাঁজা চাষে লাইসেন্স ফি কমাল পাকিস্তান

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে উত্তেজনা: শিখ ও হিন্দু বিক্ষোভকারীদের মধ্যে হাতাহাতি

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল