হোম > বিশ্ব

৭৮ বছরে দুই হাজারেরও বেশি পারমাণবিক বোমার পরীক্ষা 

যুক্তরাষ্ট্র আজ থেকে ৭৮ বছর আগে, ১৯৪৫ সালের ১৬ জুলাই নিউ মেক্সিকোর লস অ্যালামোসে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। এরপর পেরিয়ে গেছে দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে বিশ্বের বিভিন্ন দেশ একে একে ২ হাজার বারেরও বেশি পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে। 

নিউ মেক্সিকোর লস অ্যালামোসের জর্ডানা ডেল মুয়ের্টো মরুভূমির বেসিনে এই পরীক্ষা চালানো হয়। নিউ মেক্সিকোয় চালানো পরীক্ষাটি ট্রিনিটি পরীক্ষা নামে নয়। প্লুটোনিয়াম দিয়ে তৈরি সেই বোমা বিস্ফোরণের পর উৎপন্ন করেছিল ১৮ দশমিক ৬ কিলোটনেরও বেশি শক্তি। এবং সেই পরীক্ষার মধ্য দিয়েই শুরু পারমাণবিক শক্তির যুগ। 

প্রথমবার বোমা পরীক্ষার মাত্র মাস খানিক পরই যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি বোমা ফেলে। যার ফলে তাৎক্ষণিকভাবে ১ লাখেরও বেশি লোক মারা যায়। পরে এই বোমার বিকিরণসহ অন্যান্য কারণে নিহতের সংখ্যা প্রায় ২ লাখের কাছাকাছি চলে যায়। 

যা হোক, যুক্তরাষ্ট্রের ট্রিনিটি পরীক্ষার পর বিশ্বে আরও ২ হাজার ৫৫ বার পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়। এর মধ্যে ৫০৭ বার পরীক্ষা চালানো হয়েছে মহাশূন্যে। যার ফলে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ছিল। বিষয়টি বন্ধ করতে ১৯৬৩ সালে লিমিটেড টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষরিত হয়।

তবে মোট ২০৫৬ বার পারমাণবিক পরীক্ষার মধ্যে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশিবার পরীক্ষা চালিয়েছে। ১৯৪৫ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের মোট পারমাণবিক পরীক্ষার অর্ধেকের বেশি ১ হাজার ৩০ বার চালিয়েছে। 

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে সোভিয়েত ইউনিয়ন। দেশটি ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মোট ৭১৫ বার পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। দেশটি প্রথম পরীক্ষা চালায় ১৯৪৯ সালের ২৯ আগস্ট। এই পরীক্ষাটি চালানো হয় কাজাখস্তানের সেমিপালাতিনস্ক টেস্টিং গ্রাউন্ডে। সেই পরীক্ষার কোড নেম ছিল আরডিএস-১। 

রাশিয়ার পরপরই সবচেয়ে বেশি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে ফ্রান্স। দেশটি ২১০ বার পরীক্ষা চালিয়েছে। আর কোনো দেশের পারমাণবিক পরীক্ষাই এক শ’র ঘর পার হয়নি। চীন, যুক্তরাজ্য উভয় দেশই ৪৫ বার করে পরীক্ষা চালিয়েছে। এ ছাড়া ভারত ৩ বার এবং পাকিস্তান ২ বার করে পরীক্ষা চালিয়েছে। 

তবে এই দুই দেশের চেয়েও বেশি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটি মোট ৬ বার পরীক্ষা চালিয়েছে। দেশটি সর্বশেষ পরীক্ষা চালিয়েছে ২০১৭ সালে। দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা ছিল এটি। এই পরীক্ষা ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প তৈরি করেছিল।

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল