হোম > বিশ্ব

নতুন সংবিধানের বিপক্ষে ভোট দিল চিলির জনগণ

প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দিলেন চিলির জনগণ। দেশটিতে সংবিধান সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ। অথচ নতুন সংবিধানে আগের তুলনায় অনেক বেশি প্রগতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছিল। 

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দেন চিলির নাগরিকেরা। দেশটির দেড় কোটি জনগণের প্রায় ১ কোটি ৩০ লাখ ভোটার রাজধানী সান্তিয়াগোয় জাতীয় স্টেডিয়ামসহ ৩ হাজার কেন্দ্রে ভোট দিয়েছেন। 

যেখানে ২০২০ সালে নতুন সংবিধানের খসড়ার পক্ষে ভোট দিয়েছিল প্রায় ৮০ শতাংশ চিলিবাসী, সেখানে এবার প্রায় ৬২ শতাংশ ভোটার এর বিপক্ষে নিজেদের রায় জানালেন। ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট গণনা করে এই ফল জানা যায়। 

নতুন সংবিধান অনুমোদন প্রচারণার মুখপাত্র ক্যারল ক্যারিওলা স্থানীয় সময় রোববার রাতে গণভোটে পরাজয়ের কথা জানান। তবে একটি নতুন খসড়া করার আদেশ বলবৎ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

চিলির সামরিক শাসক অগাস্তো পিনোশের শাসনামলে গৃহীত সংবিধানের তুলনায় নতুন এই সংবিধানে সামাজিক অধিকার, পরিবেশ এবং লিঙ্গ সমতার ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। আর এটি ২০১৯ সালে দেশটিতে বৈষম্যের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ বন্ধে আইনপ্রণেতা ও আন্দোলনকারীদের মধ্যে হওয়া একটি চুক্তির পরিপ্রেক্ষিতে প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। 

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের