হোম > বিশ্ব

নতুন সংবিধানের বিপক্ষে ভোট দিল চিলির জনগণ

প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দিলেন চিলির জনগণ। দেশটিতে সংবিধান সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ। অথচ নতুন সংবিধানে আগের তুলনায় অনেক বেশি প্রগতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছিল। 

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দেন চিলির নাগরিকেরা। দেশটির দেড় কোটি জনগণের প্রায় ১ কোটি ৩০ লাখ ভোটার রাজধানী সান্তিয়াগোয় জাতীয় স্টেডিয়ামসহ ৩ হাজার কেন্দ্রে ভোট দিয়েছেন। 

যেখানে ২০২০ সালে নতুন সংবিধানের খসড়ার পক্ষে ভোট দিয়েছিল প্রায় ৮০ শতাংশ চিলিবাসী, সেখানে এবার প্রায় ৬২ শতাংশ ভোটার এর বিপক্ষে নিজেদের রায় জানালেন। ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট গণনা করে এই ফল জানা যায়। 

নতুন সংবিধান অনুমোদন প্রচারণার মুখপাত্র ক্যারল ক্যারিওলা স্থানীয় সময় রোববার রাতে গণভোটে পরাজয়ের কথা জানান। তবে একটি নতুন খসড়া করার আদেশ বলবৎ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

চিলির সামরিক শাসক অগাস্তো পিনোশের শাসনামলে গৃহীত সংবিধানের তুলনায় নতুন এই সংবিধানে সামাজিক অধিকার, পরিবেশ এবং লিঙ্গ সমতার ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। আর এটি ২০১৯ সালে দেশটিতে বৈষম্যের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ বন্ধে আইনপ্রণেতা ও আন্দোলনকারীদের মধ্যে হওয়া একটি চুক্তির পরিপ্রেক্ষিতে প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ