হোম > বিশ্ব

নতুন সংবিধানের বিপক্ষে ভোট দিল চিলির জনগণ

প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দিলেন চিলির জনগণ। দেশটিতে সংবিধান সংশোধনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে বিপক্ষে ভোট পড়েছে ৬২ শতাংশ। অথচ নতুন সংবিধানে আগের তুলনায় অনেক বেশি প্রগতিশীলতার ওপর জোর দেওয়া হয়েছিল। 

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় রোববার (৪ সেপ্টেম্বর) প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে ভোট দেন চিলির নাগরিকেরা। দেশটির দেড় কোটি জনগণের প্রায় ১ কোটি ৩০ লাখ ভোটার রাজধানী সান্তিয়াগোয় জাতীয় স্টেডিয়ামসহ ৩ হাজার কেন্দ্রে ভোট দিয়েছেন। 

যেখানে ২০২০ সালে নতুন সংবিধানের খসড়ার পক্ষে ভোট দিয়েছিল প্রায় ৮০ শতাংশ চিলিবাসী, সেখানে এবার প্রায় ৬২ শতাংশ ভোটার এর বিপক্ষে নিজেদের রায় জানালেন। ৯৯ দশমিক ৭৪ শতাংশ ভোট গণনা করে এই ফল জানা যায়। 

নতুন সংবিধান অনুমোদন প্রচারণার মুখপাত্র ক্যারল ক্যারিওলা স্থানীয় সময় রোববার রাতে গণভোটে পরাজয়ের কথা জানান। তবে একটি নতুন খসড়া করার আদেশ বলবৎ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

চিলির সামরিক শাসক অগাস্তো পিনোশের শাসনামলে গৃহীত সংবিধানের তুলনায় নতুন এই সংবিধানে সামাজিক অধিকার, পরিবেশ এবং লিঙ্গ সমতার ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। আর এটি ২০১৯ সালে দেশটিতে বৈষম্যের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ বন্ধে আইনপ্রণেতা ও আন্দোলনকারীদের মধ্যে হওয়া একটি চুক্তির পরিপ্রেক্ষিতে প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। 

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

উত্তেজনার মধ্যেই কয়েক মার্কিন নাগরিককে আটক করল ভেনেজুয়েলা

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প