হোম > বিশ্ব

আগামী মাসে পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আগামী মাসে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। আগামী ৭ ফেব্রুয়ারি হবে তাঁর প্রধানমন্ত্রী হিসেবে শেষ কর্মদিবস। এরপর লেবার পার্টির নেতা নির্বাচনের ভোট হবে। আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

৪২ বছর বয়সী জেসিন্ডা আরনার্ড সাংবাদিকদের বলেছেন, ‘আমি ভেবেছিলাম, দায়িত্ব চালিয়ে যাওয়ার জন্য আমার যা যা প্রয়োজন, তা আমি পাব। কিন্তু দুর্ভাগ্যবশত আমি তা পাইনি। আমার প্রধানমন্ত্রিত্বের ছয় বছর খুব চ্যালেঞ্জিং ছিল।’

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাংবাদিকদের সামনে অশ্রুসিক্ত কণ্ঠে নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরনার্ড। সে সময় তিনি বলেছেন, ‘দায়িত্ব চালিয়ে যাওয়া আমার জন্য কঠিন ছিল বলেই পদত্যাগ করছি, তা নয়। এমন হলে আমি দায়িত্ব নেওয়ার দুই মাস পরেই পদত্যাগ করতাম।’ 

আগামী গ্রীষ্মের ছুটিতে তিনি তাঁর ভবিষ্যৎ নিয়ে ভাববেন বলেও জানিয়েছেন জেসিন্ডা আরনার্ড।

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নিউজিরল্যান্ডের সরকারপ্রধান হয়েছিলেন জেসিন্ডা। এরপর ২০২০ সালের নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়ে আবার প্রধানমন্ত্রী হন লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর করোনা মহামারি, ক্রাইস্টচার্চ মসজিদে হামলা ও হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বড় বড় ঘটনা সামাল দিতে হয়েছে তাঁকে।

জেসিন্ডা বলেছেন, ‘সুস্থির সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এক বিষয় আর সংকটের মধ্যে নেতৃত্ব দেওয়া আরেক বিষয়। আশা করি আপনাদের জীবনে এমন মুহূর্ত আসেনি, যখন মনে হয়েছে আমরা শুধু শাসন করছি।’

সাম্প্রতিক জরিপে দেখা দেখা গেছে, দেশের ভেতরে তাঁর জনপ্রিয়তা কমে গেছে। তার পরও তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না। কারণ তিনি বিশ্বাস করেন, লেবার পার্টি জিততে পারবে না। তবে শেষ পর্যন্ত তিনি তাঁর সিদ্ধান্ত থেকে সরে এসে পদত্যাগের ঘোষণা দিলেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ জেসিন্ডার বুদ্ধি, শক্তি ও সহানুভূতির প্রশংসা করেছেন। তিনি এক টুইটার পোস্টে বলেছেন, ‘জেসিন্ডা নিউজিল্যান্ডের একজন বিশিষ্ট আইনজীবী, অনেকের অনুপ্রেরণার উৎস এবং আমার মহান বন্ধু।’

এবার ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক—কী আছে সর্বশেষ ২০ দফা শান্তি প্রস্তাবে

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা