হোম > বিশ্ব

আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, অস্ট্রেলিয়ায় নিহত ৪ 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে একটি পর্যটনকেন্দ্রের কাছে আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। সেখানকার পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) মাঝ আকাশে এই সংঘর্ষ হয়। দেশটির সংবাদমাধ্যম এবিসির প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রতীরে একটি হেলিকপ্টারের কিছু অংশ পড়ে রয়েছে। এ ছাড়া জনপ্রিয় সি ওয়ার্ল্ড মেরিন থিম পার্কের কাছে একটি উল্টে যাওয়া হেলিকপ্টার দেখা যায়।

কুইন্সল্যান্ড পুলিশের কর্মকর্তা গ্যারি ওয়ারেল ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হেলিকপ্টার দুটি সংঘর্ষের পর সি ওয়ার্ল্ড রিসোর্টের বাইরে সমুদ্রতীরে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়। এতে চার আরোহী নিহত হয়েছেন। আর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।’ 

এদিকে সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। এই দুর্ঘটনাকে ‘মাঝ আকাশের সংঘর্ষ’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি। এক বিবৃতিতে ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো জানায়, তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং দুর্ঘটনার কারণ জানতে উপাদান সংগ্রহের জন্য শিগগিরই ঘটনাস্থল যাবেন বলে আশা করা হচ্ছে। 

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

প্রায় মার্কিন নাগরিক হয়েছিলেন তাঁরা, বাগড়া দিলেন ট্রাম্প

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের