হোম > বিশ্ব

দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বিশ্বের অর্ধশতাধিক দেশ

বিশ্বের ৫০টির বেশি দরিদ্র ও উন্নয়নশীল দেশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে রয়েছে। যদি বিশ্বের উন্নত দেশগুলো যথাসময়ে সহায়তা না দেয়, তবে এসব দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে দেউলিয়ায় পরিণত হবে। বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৭-এ দেওয়া এক ভাষণে জাতিসংঘ উন্নয়ন প্রোগ্রামের (ইউএনডিপি) প্রধান এ বিষয়ে সতর্ক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইউএনডিপির প্রধান আখিম স্টেইনার বলেছেন, মুদ্রাস্ফীতি, জ্বালানির সংকট ও ক্রমবর্ধমান সুদহার এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে থাকা দেশের সংখ্যা ক্রমশ বাড়ছে, যা দেশগুলোর জনগণের ওপর সম্ভাব্য বিপর্যয়কর প্রভাব বয়ে আনবে। 

ভাষণে আখিম স্টেইনার বলেছেন, ‘বর্তমানে আমাদের তালিকায় ৫৪টি দেশ রয়েছে (যে দেশগুলোর ঋণখেলাপি হওয়ার আশঙ্কা রয়েছে)। তবে দেশগুলোর অর্থনীতির ওপর যদি আরও ধাক্কা লাগে—সুদহার আরও বেড়ে যায়, ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে ওঠে, জ্বালানির দাম, খাদ্যের দাম বৃাড়ে; তবে দেউলিয়া হওয়া প্রায় অনিবার্য হয়ে উঠবে এবং আমরা অনেক দেশকেই এই কাতারে দেখতে পাব।’ 

আখিম স্টেইনার আরও বলেছেন, ‘এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। শ্রীলঙ্কার দিকে তাকালে দেখতে পাবেন, সেখানে প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে এই সংকটের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব রয়েছে।’ 

স্টেইনার বলেন, ‘এ ধরনের যেকোনো ঋণ সংকট জলবায়ু সংকট সমাধানের প্রচেষ্টায় আরও বাধার সৃষ্টি করবে এবং এমন পরিস্থিতি অবশ্যই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে না।’ তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ঋণের সঙ্গে সঙ্গে দেশগুলোকে অন্যান্য খাতেও সাহায্য না করা হলে দরিদ্র দেশগুলো জলবায়ু-সংকটের সঙ্গে তাল মেলাতে পারবে না।’ স্টেইনার আরও বলেন, ‘ঋণ সমস্যা এখন অনেক উন্নয়নশীল অর্থনীতির জন্য এত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে, ঋণসংকট মোকাবিলা করা জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলা প্রকল্প ত্বরান্বিত করার একটি পূর্বশর্ত হয়ে উঠেছে।’ 

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি