হোম > বিশ্ব > ভারত

ভারত ও নেপালে দুই দিনে বজ্রপাতে ৬৯ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের বিহার রাজ্য ও প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে গত দুই দিনে অন্তত ৬৯ জন নিহত হয়েছে। এ ছাড়া গত বৃহস্পতি ও শুক্রবারের প্রবল বজ্রবৃষ্টিতে শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যদিও প্রতিবছর বন্যা ও বজ্রপাতে হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু বিজ্ঞানীরা সতর্ক করেছেন ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে।

বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতি ও শুক্রবারের শক্তিশালী বজ্রবৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৬১ জন প্রাণ হারিয়েছে। প্রতিবেশী দেশ নেপালে বজ্রপাতে আরও আটজন নিহত হয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।

ভারতীয় আবহাওয়া বিভাগের অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজকেও বিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গত বছর বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভারতে বজ্রপাতের ঘটনা বাড়ছে। এর ফলে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটিতে প্রতিবছর প্রায় ১ হাজার ৯০০ জন মানুষ বজ্রপাতে মারা যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সাম্প্রতিক বজ্রপাতের ঘটনা এবং মৃত্যু এই আশঙ্কার প্রতিফলন।

ভারতের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছেন, ১৯৬৭ থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতে ১ লাখ ১ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

চেলসি ক্লাব বিক্রির অর্থ ইউক্রেনকে দিতে হবে—রুশ ধনকুবেরকে ব্রিটিশ আলটিমেটাম

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের