ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা বাড়তে থাকায় মৃতদেহ সমাধিস্থ করার জায়গার সঙ্কট দেখা দিয়েছে। সঙ্কট উত্তরণে দেশটির সাও পালো শহর কর্তৃপক্ষ কয়েক বছর আগে সমাধিস্থ করা মৃতদেহগুলোর অবশিষ্টাংশ উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বৃহস্পতিবারও ব্রাজিলে করোনায় ৩ হাজার ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৩ লাখ ২৫ হাজার ৫৫৯ জন মারা গেছেন।
সাও পালো শহর ভিলা নোভা কাচোইরিনহা সমাধিস্থলে কয়েকজন গোরখোদককে মরদেহ সরাতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ নিয়ে একটি বিবৃতিতে সাও পালো শহর কর্তৃপক্ষ জানায়, মরদেহগুলোর অবশিষ্টাংশ সরানো একটি সাধারণ বিষয়।
গত বছর থেকেই করোনা মহামারিতে বাজেভাবে ভুগছে ব্রাজিল। ব্রাজিলে এখন পর্যন্ত মাত্র ৭ শতাংশ মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে।
করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। চলতি মাসের শুরুতে করোনা নিয়ে ‘ঘ্যানঘ্যান’ করা বন্ধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। যেখানে সম্প্রতি দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
ব্রাজিলে এ পর্যন্ত ১ কোটি ২৫ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।