হোম > বিশ্ব > ভারত

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

গিরিরাজ সিং। ছবি: সংগৃহীত

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন’ এবং তিনি সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, গত শনিবার বেগুসরাইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গিরিরাজ সিং বলেন, ‘এই মহাগাঠবন্ধন (বিরোধী দলগুলোর মহাজোট) কোথায়? শুধু নির্বাচন এলেই ওরা একজোট হয়। বাংলায় (পশ্চিমবঙ্গে) সবাই বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানবিরোধী।’

গিরিরাজ সিং আরও বলেন, ‘আমি কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি, যিনি (আর্থিক দুর্নীতি অনুসন্ধানকারী সংস্থা) ইডির কাছ থেকে সব নথি ছিনিয়ে নেন। ওই কাগজগুলোতে কী এমন গোপন তথ্য ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে (পশ্চিমবঙ্গ) বাংলাদেশ বানাতে চান, অনুপ্রবেশকারীদের হাতে বাংলা তুলে দিতে চান। বাংলার হিন্দুদের ভয় দূর করতে এবং বাংলা বাঁচাতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে।’

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) অভিযোগ করার পরই গিরিরাজ সিংয়ের এই মন্তব্য সামনে এল। ইডি জানিয়েছে, কলকাতায় চলমান তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের শীর্ষ কর্তা প্রতীক জৈনের বাসভবনে ঢুকে ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ নিয়ে যান। এর মধ্যে ছিল বিভিন্ন নথি এবং ইলেকট্রনিক ডিভাইস। ইডির বিবৃতিতে বলা হয়, তাদের দল শান্তিপূর্ণ ও পেশাদারভাবে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় বিপুলসংখ্যক পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছান।

এর এক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কয়লা পাচার-কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জড়িত। তাঁর দাবি, কয়লা কেলেঙ্কারির টাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহর কাছে পৌঁছেছে।

এ ছাড়া দিল্লিতে তৃণমূল কংগ্রেসের এমপিদের আটক করার ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইডি অভিযান এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে প্রতিবাদ করার সময় তৃণমূল এমপিদের ‘নির্মমভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে।’

এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা জানেন, নির্বাচন কমিশনে কে বসে আছেন। তিনি একসময় অমিত শাহর সহযোগিতা দপ্তরের সচিব ছিলেন। আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি জ্ঞানেশ কুমার ভোট লোপাট করেন, আমি কি চুপ করে থাকব? ভোটারের অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আমিও আপনাদের অধিকার কেড়ে নেব।’

মমতা আরও বলেন, ‘দিল্লিতে প্রতিবাদ করার সময় তৃণমূল এমপিদের নির্মমভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে। সব কেন্দ্রীয় সংস্থা দখল করে নেওয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, ওরা হরিয়ানা ও বিহারে জোর করে ক্ষমতায় এসেছে। আরও একটি রাজ্যে জোর করে ক্ষমতায় আসতে চায়। এখন সেই চেষ্টা চলছে বাংলায়। কয়লা কেলেঙ্কারির টাকা কার কাছে যায়? অমিত শাহর কাছে যায়। সেই টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে যায়। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের মাধ্যমে টাকা শুভেন্দু অধিকারীর কাছে আসে। শুভেন্দু অধিকারী সেই টাকা অমিত শাহকে পাঠান।’

ইরানের হুমকির পর মার্কিন কর্মীদের কাতারের ঘাঁটি ছাড়ার পরামর্শ

ইরান ছাড়তে চাওয়া মানুষের ভিড় বাড়ছে তুরস্ক সীমান্তে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রতিবেশী দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার আগাম হুমকি ইরানের

‘আমার পা আমার আগেই বেহেশতে চলে গেছে’

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু