হোম > বিশ্ব > ভারত

অবশেষে উড়ল ভারতে আটকে পড়া যুক্তরাজ্যের সেই যুদ্ধবিমান

আজকের পত্রিকা ডেস্ক­

অবশেষে ভারত ছেড়েছে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

প্রায় দেড় মাসের অনিশ্চয়তার পর ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সেই এফ-৩৫বি যুদ্ধবিমান অবশেষে ভারত ছেড়েছে। গত ১৪ জুন কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণের পর আর উড়তে পারছিল না। অবশেষে আজ মঙ্গলবার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশ্যে যাত্রা করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, যুদ্ধবিমানটির নির্ধারিত উড্ডয়নের আগে যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ দল গতকাল সোমবার বিমানবন্দরটির হ্যাঙ্গার থেকে স্টেলথ বিমানটিকে বের করে আনেন। এর আগে তারা দুই সপ্তাহের বেশি সময় ধরে বিমানটির রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করেন।

লকহিড মার্টিন নির্মিত পঞ্চম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমানটি গত ১৪ জুন রাতে জ্বালানি ফুরিয়ে যাওয়ার পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এর পর থেকেই বিমানটি তিরুবনন্তপুরমে আটকে ছিল। ব্রিটিশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রক্ষণাবেক্ষণের কাজের বিস্তারিত কিছু না জানালেও, জানা গেছে—বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে বড় ধরনের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল। আর এ কারণে বিশেষজ্ঞ দলের সহায়তা প্রয়োজন ছিল।

প্রাথমিকভাবে, বিমানটি জরুরি অবতরণের পরপরই ক্রুরা ত্রুটি মেরামতের চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে গত ৬ জুলাই ব্রিটিশ বিশেষজ্ঞ দল তিরুবনন্তপুরমে পৌঁছানোর পর বিমানটিকে বিমানবন্দরের হ্যাঙ্গার ফ্যাসিলিটিতে টেনে নিয়ে যাওয়া হয়। বিমানটি ভারত মহাসাগরে মোতায়েন ব্রিটিশ বিমানবাহী রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলসের বহরের অংশ ছিল।

এদিকে, তিরুবনন্তপুরম বিমানবন্দর সূত্রে খবর, যুদ্ধবিমানটি আটকে থাকায় ব্রিটিশ কর্তৃপক্ষকে তিরুবনন্তপুরম বিমানবন্দরকে প্রায় ৫ লাখ রুপি পার্কিং ফি দিতে হবে। বিমানের আকার ও ওজন এবং এখানে থাকার দিন সংখ্যা ও ক্রুদের ব্যবহারের সুবিধার ওপর ভিত্তি করে এই অর্থ নির্ধারণ করা হয়েছে।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে