হোম > বিশ্ব

ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৮৪

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। 

সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যের গভর্নর পাওলো কামারা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৮৪ জন নিহত হয়েছে এবং শত শত মানুষ বাস্তুচ্যুত হয়েছে।’ 

তবে সর্বশেষ প্রতিবেদনে ৭৯ জন নিহতের খবর জানিয়েছে বিবিসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিহতের সংখ্যা ৫৭।

ব্রাজিল সরকার জানিয়েছে, মুষলধারের বৃষ্টিপাতের মধ্যেই উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।  

স্থানীয় গণমাধ্যমে যেসব ছবি প্রকাশ করা হয়েছে, সেসব ছবিতে দেখা গেছে, উদ্ধারকারী স্বেচ্ছাসেবকেরা রেসিফ ও দোস গুয়াররাপেরের সীমান্তে জার্দিম মন্টেভার্ডে এলাকায় ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন। 

লুইজ এস্তেভাও আগুয়ার নামের একজন স্থানীয় বাসিন্দা টিভি গ্লোবোকে বলেন, ‘কয়েক দিনের দুর্যোগে আমি আমার বোন ও ভগ্নিপতিসহ ১১ জন আত্মীয়কে হারিয়েছি।’ 

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, তিনি আজই (সোমবার) দুর্যোগ কবলিত রেসিফ পরিদর্শনে যাবেন।

দেশটির আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ড্যানিয়েল ফেরেইরা বলেন, ‘এখন বৃষ্টি থেমে গেলেও আগামী কয়েক দিন আবহাওয়া এমন বিপর্যস্ত থাকতে পারে। এ জন্য সবাইকে সতর্ক খাকতে হবে।’ উপদ্রুত এলাকায় ১ হাজার ২০০ উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। 

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদি-বিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

ইমরান খানকে গ্রেপ্তারের পর বিক্ষোভে উসকানি, পাকিস্তানে ৮ সাংবাদিকের যাবজ্জীবন

উত্তেজনার মধ্যেই কয়েক মার্কিন নাগরিককে আটক করল ভেনেজুয়েলা

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যিশুর সদ্য আঁকা ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প