হোম > বিশ্ব

আমেরিকায় মোদির বিশ্ব রেকর্ড, পেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সনদ

যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই বাজিমাত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর প্রাঙ্গণে একটি যোগ আসরের নেতৃত্ব দিয়েছেন তিনি। আর এক আসরে একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক দেশের মানুষ যোগাসনে বসায় তা বিশ্ব রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন। 

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ওই যোগ আসরের আয়োজন করা হয়। 

ভারতীয়সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিশ্ব রেকর্ডের স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মোদির হাতে সনদ তুলে দেয়। 

জানা গেছে, মোদির নেতৃত্বে ওই যোগ আসরে বিভিন্ন দেশের কূটনীতিকসহ জাতিসংঘে নিযুক্ত কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ ছাড়া হলিউড অভিনেতা রিচার্ড গের, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, বিখ্যাত মিউজিশিয়ান রিকি কেজ, ফাল্গুনী শাহ, গল্প লেখক জয় শেট্টি, জনপ্রিয় শেফ বিকাশ খান্নাসহ আরও অসংখ্য ব্যক্তিত্ব ওই যোগ আসরে যোগ দেন। 

সব মিলিয়ে অন্তত ১৩৫টি দেশের মানুষ একসঙ্গে যোগ ব্যায়াম করেছেন জাতিসংঘ প্রাঙ্গণে; যা কি না একটি বিশ্ব রেকর্ড। 

যোগ আসরে যোগাসনে বসা মানুষের উদ্দেশে এক বক্তব্যে মোদি বলেন, ‘যোগাসনের কোনো কপিরাইট হয় না। এর কোনো পেটেন্ট কিংবা মালিকানাও নেই। এটা সুললিত। আপনি এটা দলবদ্ধ কিংবা একা একাও করতে পারেন। কারও কাছ থেকে এর দীক্ষা নিয়ে কিংবা নিজে নিজেও এটি শিখতে পারেন। এটা ঐক্যবদ্ধ করে এবং সত্যিকার অর্থেই সর্বজনীন। এটা সব গোত্র, বিশ্বাস এবং সংস্কৃতির জন্য।’ 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নরেন্দ্র মোদি। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই বাইডেনের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেবেন।

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন