হোম > বিশ্ব

আমেরিকায় মোদির বিশ্ব রেকর্ড, পেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সনদ

যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই বাজিমাত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর প্রাঙ্গণে একটি যোগ আসরের নেতৃত্ব দিয়েছেন তিনি। আর এক আসরে একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক দেশের মানুষ যোগাসনে বসায় তা বিশ্ব রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন। 

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ওই যোগ আসরের আয়োজন করা হয়। 

ভারতীয়সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিশ্ব রেকর্ডের স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মোদির হাতে সনদ তুলে দেয়। 

জানা গেছে, মোদির নেতৃত্বে ওই যোগ আসরে বিভিন্ন দেশের কূটনীতিকসহ জাতিসংঘে নিযুক্ত কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ ছাড়া হলিউড অভিনেতা রিচার্ড গের, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, বিখ্যাত মিউজিশিয়ান রিকি কেজ, ফাল্গুনী শাহ, গল্প লেখক জয় শেট্টি, জনপ্রিয় শেফ বিকাশ খান্নাসহ আরও অসংখ্য ব্যক্তিত্ব ওই যোগ আসরে যোগ দেন। 

সব মিলিয়ে অন্তত ১৩৫টি দেশের মানুষ একসঙ্গে যোগ ব্যায়াম করেছেন জাতিসংঘ প্রাঙ্গণে; যা কি না একটি বিশ্ব রেকর্ড। 

যোগ আসরে যোগাসনে বসা মানুষের উদ্দেশে এক বক্তব্যে মোদি বলেন, ‘যোগাসনের কোনো কপিরাইট হয় না। এর কোনো পেটেন্ট কিংবা মালিকানাও নেই। এটা সুললিত। আপনি এটা দলবদ্ধ কিংবা একা একাও করতে পারেন। কারও কাছ থেকে এর দীক্ষা নিয়ে কিংবা নিজে নিজেও এটি শিখতে পারেন। এটা ঐক্যবদ্ধ করে এবং সত্যিকার অর্থেই সর্বজনীন। এটা সব গোত্র, বিশ্বাস এবং সংস্কৃতির জন্য।’ 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নরেন্দ্র মোদি। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই বাইডেনের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেবেন।

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

ভেনেজুয়েলা উপকূলের কাছে আরেকটি তেলবাহী ট্যাংকারকে যুক্তরাষ্ট্রের ধাওয়া

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

ভেনেজুয়েলার আরও একটি তেলের ট্যাংকার ধাওয়া করছে মার্কিন বাহিনী

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নিয়ে সতর্ক করলেন লুলা

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন