হোম > বিশ্ব

আমেরিকায় মোদির বিশ্ব রেকর্ড, পেলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সনদ

যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই বাজিমাত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর প্রাঙ্গণে একটি যোগ আসরের নেতৃত্ব দিয়েছেন তিনি। আর এক আসরে একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক দেশের মানুষ যোগাসনে বসায় তা বিশ্ব রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন। 

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ওই যোগ আসরের আয়োজন করা হয়। 

ভারতীয়সহ পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিশ্ব রেকর্ডের স্বীকৃতিস্বরূপ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মোদির হাতে সনদ তুলে দেয়। 

জানা গেছে, মোদির নেতৃত্বে ওই যোগ আসরে বিভিন্ন দেশের কূটনীতিকসহ জাতিসংঘে নিযুক্ত কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ ছাড়া হলিউড অভিনেতা রিচার্ড গের, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, বিখ্যাত মিউজিশিয়ান রিকি কেজ, ফাল্গুনী শাহ, গল্প লেখক জয় শেট্টি, জনপ্রিয় শেফ বিকাশ খান্নাসহ আরও অসংখ্য ব্যক্তিত্ব ওই যোগ আসরে যোগ দেন। 

সব মিলিয়ে অন্তত ১৩৫টি দেশের মানুষ একসঙ্গে যোগ ব্যায়াম করেছেন জাতিসংঘ প্রাঙ্গণে; যা কি না একটি বিশ্ব রেকর্ড। 

যোগ আসরে যোগাসনে বসা মানুষের উদ্দেশে এক বক্তব্যে মোদি বলেন, ‘যোগাসনের কোনো কপিরাইট হয় না। এর কোনো পেটেন্ট কিংবা মালিকানাও নেই। এটা সুললিত। আপনি এটা দলবদ্ধ কিংবা একা একাও করতে পারেন। কারও কাছ থেকে এর দীক্ষা নিয়ে কিংবা নিজে নিজেও এটি শিখতে পারেন। এটা ঐক্যবদ্ধ করে এবং সত্যিকার অর্থেই সর্বজনীন। এটা সব গোত্র, বিশ্বাস এবং সংস্কৃতির জন্য।’ 

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের আমন্ত্রণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নরেন্দ্র মোদি। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই বাইডেনের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেবেন।

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

পাকিস্তানে ফিরতে চান ইমরান খানের দুই পুত্র, ভিসার আবেদন

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’