হোম > বিশ্ব

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচে জন্ম নিল শিশু, বেঁচে নেই মা

চারদিকে ধ্বংসের চিহ্ন আর আহাজারি। সিরিয়া ও তুরস্কে গতকালের ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী চিত্র এখন এমন। এর মাঝেই জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচেই নবজাতকটির জন্ম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সে সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়। তবে দুর্ভাগ্যজনক, নবজাতকের মা মারা গেছেন।

ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোর আফরিন শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ওই নবজাতককে। সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই। এ ছাড়া নবজাতকের বর্তমান অবস্থা জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে সিরিয়া ও তুরস্কে আরও কয়েকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শিশুকে প্রায় ২০ ঘণ্টা আটকা পড়ে থাকার পর উদ্ধার করা হয়। সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের প্রকাশ করা একটি ভিডিওতে শিশুটিকে উদ্ধারের মুহূর্ত দেখা যায়। 

দুঃখজনক হলেও সত্য, অসংখ্য শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্পে কয়েক হাজার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে। 

গতকাল সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই নিহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার ভবন।

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

ট্রাম্পের শুল্কের উপযুক্ত জবাব দেবে ইউরোপ: আয়ারল্যান্ড

লন্ডনে চীনের ২০ হাজার বর্গমিটারের ‘মেগা দূতাবাস’ নির্মাণের পরিকল্পনা ঘিরে বিক্ষোভ

দীর্ঘ ২৫ বছর আলোচনার পর ইইউ-মার্কোসুর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

করাচিতে শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

প্রেসিডেন্ট হিসেবে ৪০ বছর পূর্ণ করার পথে মুসেভেনি, কোন পথে উগান্ডা