হোম > বিশ্ব

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনা পজিটিভ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে, হালকা জ্বর ছাড়া তাঁর তেমন কোন লক্ষণ বা অসুস্থতা নেই। করোনা বিধি মেনে তিনি এখন আইসোলেশনে আছেন। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার ৬২ বছর বয়সে প্রবেশ করা ফার্নান্দেজ এক টুইটে লিখেছেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করে আমার কাছে ভালোই লেগেছে। তবে মানসিকভাবে আমি ভালো আছি।’

বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

করোনা প্রতিরোধে চলতি বছরের শুরুতে রাশিয়ার স্পুটনিক ভি টিকা গ্রহণ করেন আলবার্তো।

টিকা নেয়ার পরেও প্রেসিডেন্টের কোভিড-১৯ আক্রান্তের বিষয়ে রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট বলছে, ‘স্পুটনিক ভি করোনা সংক্রমণের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকর। করোনাভাইরাসের কিছু ধরনের বিরুদ্ধে এটি ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর।’

প্রেসিডেন্ট ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে থাকলেও খুব বেশি লক্ষণ প্রকাশ ছাড়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করে গামালিয়া।

করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। এ পর্যন্ত কোভিড-১৯ এ দেশটির ৫৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে এ পর্যন্ত টিকা পেয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৮৬৮ জন।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার