হোম > বিশ্ব

পুতিন বা জেলেনস্কি কেউই শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন: লুলা 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেউই ইউক্রেন-সংকট নিয়ে শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন। এমনটাই মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। একই সঙ্গে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া সমালোচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লুলা দ্য সিলভা বলেছেন, ‘পশ্চিমা বিশ্ব যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইচ্ছা করেই এই যুদ্ধ বন্ধ করছে না।’ লুলা বলেছেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কাজ করছে না। আগে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছে, পরে ফ্রান্স ও ইংল্যান্ড লিবিয়া আক্রমণ করেছে আর এখন রাশিয়া আক্রমণ করেছে ইউক্রেন। এবং সবগুলো দেশেরই ভেটো ক্ষমতা রয়েছে।’

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিংবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কেউই ইউক্রেন-সংকট নিয়ে শান্তি আলোচনার জন্য প্রস্তুত নন।’ তিনি আরও বলেন, ‘ব্রাজিলের ভূমিকা হলো অন্যদের সঙ্গে মিলে শান্তি প্রস্তাবে পৌঁছানোর চেষ্টা করা, যদি দেশ দুটি (রাশিয়া ও ইউক্রেন) চায়।’ 

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বন্দর অবকাঠামোতে রাশিয়ার আক্রমণ নির্দেশ করে যে খাদ্যের বাজার, দাম ও সরবরাহের সংকট সৃষ্টি করে একটি ‘বৈশ্বিক বিপর্যয়’ তৈরি করতে চায়।’ তিনি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে আমাদের যুদ্ধ কেবল স্বাধীনতার জন্য নয়, এটি আমাদের অস্তিত্বের যুদ্ধ।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মস্কো বিশ্বব্যাপী একটি বিপর্যয় সৃষ্টির জন্য যুদ্ধ করছে। তাদের যে পাগলামি, তাতে তাঁরা চায় বিশ্বখাদ্যের বাজারের পতন, মূল্যস্ফীতি এবং তাদের সরবরাহ সৃষ্টি করতে।’

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন