হোম > বিশ্ব > ভারত

নিজেদের অন্তরঙ্গ ভিডিও মাত্র ২০০০ রুপিতে বিক্রি, দম্পতি গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও তৈরি করে তা বিক্রির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওগুলো ওই দম্পতি অনলাইন সরাসরি দেখাত এবং রেকর্ড করা ভিডিও হিসেবেও বিক্রি করত। অনলাইনে দেখার জন্য ফি দিতে হতো বেশি, আর রেকর্ড করা ভিডিওর জন্য কম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হায়দরাবাদে নিজেদের অন্তরঙ্গ ভিডিও সরাসরি সম্প্রচার করে অর্থ উপার্জনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সী এক ব্যক্তি ও তাঁর ৩৭ বছর বয়সী স্ত্রীকে এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

হায়দরাবাদের অ্যাম্বারপেট এলাকার মাল্লিকার্জুন নগরের ওই দম্পতির বাড়ি থেকে হাই-ডেফিনেশন ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই দম্পতি স্বীকার করেছেন, সহজে রুপি রোজগারের জন্য তারা এই কাজ শুরু করেন। ওই ব্যক্তি পেশায় একজন ক্যাব চালক।

পুলিশ আরও জানিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে তারা তরুণ-তরুণীদের লক্ষ্য করে নিজেদের অন্তরঙ্গ ভিডিও লাইভ সম্প্রচার বা রেকর্ড করা ভিডিও বিক্রি করতেন। সরাসরি সম্প্রচার দেখতে হলে একজনকে ২ হাজার রুপি দিতে হতো, আর রেকর্ড করা ভিডিওর দাম ছিল ৫০০ রুপি। এই পন্থায় তারা ওই ব্যক্তির মূল পেশা থেকে আয় হওয়ার তুলনায় অনেক বেশি অর্থ উপার্জন করতেন বলে জানিয়েছে পুলিশ।

ওই দম্পতি উচ্চমানের ক্যামেরা ব্যবহার করে নিজেদের যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ করতেন। এ ছাড়া নিজেদের পরিচয় গোপন রাখতে ভিডিওর সময় তারা মুখে মাস্ক পরতেন বলেও জানিয়েছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার পূর্ব জোন টাস্ক ফোর্স ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

৪০ শতাংশ জার্মান মনে করেন মার্জের সরকার টিকবে না

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

গাজা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে প্রস্তুত পাকিস্তান, তবে আপত্তি হামাসকে নিরস্ত্র করার শর্তে

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

গুয়াতেমালায় বাস খাদে পড়ে নিহত অন্তত ১৫, আহত ১৯