হোম > বিশ্ব > পাকিস্তান

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন, ইসলামাবাদ সফরের আমন্ত্রণ

আজকের পত্রিকা ডেস্ক­

ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

বিভিন্ন দেশের সরকারের প্রধানের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই কূটনৈতিক ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক টেলিফোন আলাপে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন শেহবাজ শরিফ।

এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরিফ লেখেন, ফোনালাপে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আগামী ২২ এপ্রিল উপ-প্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী এবং একটি বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফরে আসার কথা রয়েছে। এ ছাড়া, অধ্যাপক ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

সেই সঙ্গে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরিফ। এই দলে প্রখ্যাত শিল্পী রুনা লায়লার অংশগ্রহণের কথা রয়েছে।

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র