হোম > বিশ্ব

জি-২০ জোটের স্থায়ী সদস্য হলো আফ্রিকান ইউনিয়ন 

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর স্থায়ী সদস্যপদ পেয়েছে আফ্রিকার দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন (এইউ)। আজ শনিবার জি-২০ জোটের বর্তমান সভাপতি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন। পরে তাঁর আহ্বানে আফ্রিকান ইউনিয়নের বর্তমান সভাপতি জি-২০-এর আলোচনার মূল টেবিলে যোগ দেন। ইউরোপীয় ইউনিয়নের পর দ্বিতীয় কোনো আঞ্চলিক জোট হিসেবে এইউ জি-২০ সম্মেলনে যোগ দিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার নরেন্দ্র মোদি আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন অ্যাজালি আসৌমানিকে জি-২০-এর আলোচনার মূল টেবিলে যোগ দিতে আহ্বান জানান। আসৌমানি মূল টেবিলে যোগ দেওয়ার পর জোটের সভাপতি নরেন্দ্র মোদি তাঁকে স্বাগত জানান।

এআই জি-২০ জোটে যোগ দেওয়ার ফলে এর কার্যকারিতা আরও বাড়বে উল্লেখ করে মোদি বলেন, ‘জি-২০-এর স্থায়ী সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করছি। এটি জি-২০কে শক্তিশালী করার পাশাপাশি গ্লোবাল সাউথের কণ্ঠকেও শক্তিশালী করবে।’

দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে কমোরোসের রাষ্ট্রপতি ও এআইয়ের চেয়ারপারসন আসৌমানি জি-২০-এর সদস্যপদ পেতে জোটের সদস্য দেশগুলো এইউকে যেভাবে বিভিন্ন সদস্য রাষ্ট্রের সমর্থন পেয়েছে তাতে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে, সদস্য রাষ্ট্রগুলোর জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলতে যাচ্ছে জি-২০ সম্মেলনের মঞ্চ। ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোকে রেলপথে সংযুক্ত করতে একটি প্রকল্প বাস্তবায়নে চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফাইনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বাণিজ্যসামগ্রী ও অশোধিত তেল যাবে। ভারত ও সৌদি আরব ছাড়াও আমিরাত ও ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পে যোগ দেবে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বহু দিন ধরেই দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় কূটনৈতিক আলোচনা হয়েছে। এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তবে এই প্রকল্প শেষ হতে কত দিন লাগবে, তা তিনি জানেন না বলেও জানান।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা