হোম > বিশ্ব

বিপর্যস্ত বিশ্বে ঐক্যের ডাক গুতেরেসের

করোনা মহামারি যখন অনেকটা ভালোর দিকে যাচ্ছিল, ঠিক তখনই ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়া। এই আক্রমণে বিশ্বের খাদ্য, জ্বালানি ও সার সরবরাহব্যবস্থাসহ বৈশ্বিক অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে দেশে বেড়েছে অস্থিরতা। দেখা দিয়েছে দুর্ভিক্ষের শঙ্কা। চলতি বছর খরা, অতিবৃষ্টি, বন্যা, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগও বেড়েছে। এরই প্রেক্ষাপটে ‘বিপর্যস্ত’ বিশ্বে দেশগুলোর নেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বুধবার থেকে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া সাধারণ অধিবেশনের ৭৭তম অধিবেশনে আন্তোনিও গুতেরেস এই আহ্বান জানিয়েছেন। 

গুতেরেস তাঁর ভাষণের একপর্যায়ে ইউক্রেনের সমুদ্রবন্দর থেকে আফ্রিকার উদ্দেশে ছেড়ে যাওয়া খাদ্যশস্যবাহী একটি জাহাজের ছবি দেখিয়ে বলেন, ‘আমরা ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি, এ কথা ঠিক। কিন্তু তার পরও নিরাশ হওয়া যাবে না।’ জাহাজের ছবির দিকে নির্দেশ করে তিনি বলেন, ‘এই যে দেখুন, বিধ্বংস বিশ্বে এটিই আশার আলো। বিশ্বশান্তি রক্ষায় সহযোগিতা ও আলোচনার বিকল্প নেই। মনে রাখতে হবে, এক হাতে তালি বাজে না। চলুন আমরা এক হয়ে কাজ করি।’

উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৈষম্য বাড়ছে জানিয়ে গুতেরেস আরও বলেন, ‘ভূরাজনৈতিক উত্তেজনার কারণেই বৈশ্বিক সহযোগিতার প্রতিটি খাত বিষাক্ত হচ্ছে। করোনার টিকা থেকে শুরু করে নিষেধাজ্ঞা, বাণিজ্য—কোনো কিছুই বাদ পড়ছে না।’ এ সময় পাকিস্তানে চলমান বন্যার কথা উল্লেখ করে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আত্মঘাতী না হয়ে জীবাশ্ম-জ্বালানির ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

যুক্তরাষ্ট্রের মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল