হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী বাংলাদেশিসহ ৪০ জনকে পাঠানো হলো নাউরুতে

অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থী ৪০ জনকে দেশটিতে আশ্রয় না দিয়ে প্রশান্ত মহাসাগরের আরেক দেশ নাউরুতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ৪০ জনের অধিকাংশই পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ওই ৪০ জনকে পশ্চিম অস্ট্রেলিয়ার নর্থ ব্রুমের বিগল বে ও পেন্ডার বে উপকূল থেকে আটক করে অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্স। পরে কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে ওই ৪০ জনকে একটি বিমানে করে নাউরু পাঠিয়ে দেয়। অস্ট্রেলিয়া সরকারের ধারণা, এই ৪০ জন বাংলাদেশ ও পাকিস্তান থেকে গিয়েছিল দেশটিতে।

এর আগে, আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এ ছাড়া নৌকাটি থেকে আরও ২৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে এক ফেসবুক পোস্টে জানায়, গত বৃহস্পতিবার লিবিয়া উপকূল থেকে ৫২ জন অভিবাসী সাগরপথে ইউরোপে যাত্রা শুরু করে। পরে নৌকাটি তিউনিসিয়া উপকূলের কাছাকাছি পৌঁছালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে ৯ জনের মরদেহ ও ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে। পোস্টে আরও বলা হয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ