হোম > বিশ্ব

‘করোনার নতুন ধরনের বিরুদ্ধে লড়তে প্রয়োজন নতুন ভ্যাকসিন’

করোনার নতুন ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজে কাজ হবে না। এর জন্য প্রয়োজন নতুন ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের এমন ভ্যাকসিন প্রয়োজন, যা এই রোগের সংক্রমণ রোধ এবং ছড়িয়ে পড়া রুখতে আরও কার্যকার ভূমিকা থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে এ ধরনের ভ্যাকসিন তৈরিতে উৎসাহ দেওয়ার কথা বলছে।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকার উপাদান সংক্রান্ত উপদেষ্টামণ্ডলী এক বিবৃতিতে জানায়, পুরোনো টিকাগুলোর বুস্টার ডোজ বারবার দিলেও করোনার সংক্রমণ রুখে দেওয়া যাবে না। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তে পারবে না এই ভ্যাকসিন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার সংক্রমণ কমানোর পাশাপাশি গুরুতর অসুস্থতা ও মৃত্যু রুখতে পারে এমন প্রভাবশালী ভ্যাকসিনের প্রয়োজন। এবং এ ধরনের ভ্যাকসিন দ্রুত তৈরি করা উচিত। যত দিন তা তৈরি করা সম্ভব না হচ্ছে, তত দিন আমাদের হাতে যে ভ্যাকসিন আছে, তারই উপাদানের পরিমাণে পরিবর্তন আনতে হবে। 

অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একপ্রকার বলেই দিচ্ছে, উপাদানের উন্নতি না হলে বর্তমান ভ্যাকসিনগুলো তেমন কার্যকর নয়। 

এরই মধ্যে করোনার গোটা পাঁচটি ধরন বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। সেগুল হলো আলফা, বিটা, গামা, ডেলটা আর ওমিক্রন। এই মুহূর্তে বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। আগামী দিনে এভাবেই করোনার নতুন নতুন স্ট্রেন আঘাত হানবে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

১৭ বছরের সাজার রায় চ্যালেঞ্জ করে ইমরান খান ও বুশরা বিবির আপিল

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত

মেক্সিকোতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৩ জনের মৃত্যু, আহত শতাধিক