হোম > বিশ্ব

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: সংহতি জানাতে ন্যাটোর পতাকা অর্ধনমিত

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের পর আঙ্কারার সঙ্গে সংহতি প্রকাশ করতে ব্রাসেলসে জোটের সদর দপ্তরে ন্যাটো সদস্য দেশগুলো তাদের পতাকা অর্ধনমিত রেখেছে। সিএনএনের খবরে এমনটা জানানো হয়েছে। 

ন্যাটো এক টুইটার বার্তায় বলেছে, ‘আমাদের মিত্র তুরস্কের সঙ্গে সংহতি প্রকাশে জন্য আজ ন্যাটো সদর দপ্তরের সমস্ত পতাকা অর্ধনমিত রয়েছে।’ টুইটে সদস্য রাষ্ট্রগুলোর পতাকা অর্ধনমিত রাখার একটি ছবি পোস্ট করেছে। 

এক বিবৃতিতে ন্যাটো বলেছে, মিত্র এবং অংশীদাররা উদ্ধারকারী দল, ভূমিকম্প বিশেষজ্ঞদেরসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। 

ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুঙ্গেস্কু বলেন, ‘এই ভয়ানক সময়ে, আমরা আমাদের মিত্র তুর্কি এবং ক্ষতিগ্রস্ত সকলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। ন্যাটোর মিত্ররা প্রয়োজনে আরও সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’ 

ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ন্যাটো মিত্ররা তুরকিয়ের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাই। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন হয়, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিল। শক্তিশালী এই ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরই আরেকটি বড় ধরনের ভূমিকম্প হয়। পরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের কাহরামানমারাস প্রদেশের এলবিস্তান এলাকায়।

ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। 

এদিকে মর্মান্তিক এই ভূমিকম্পের ঘটনায় তুরস্কে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। হতাহতদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিটের নীরবতা পালন করা হয়েছে। ভূমিকম্পের কারণে দেখা দেওয়া চরম মানবিক সংকট মোকাবিলায় তুরস্ক ও সিরিয়াকে তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

শিগগির ‘মুক্ত হতে পারেন’ আইএসপত্নী শামীমা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ট্রাম্পের যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের চেয়ে ‘গায়ের জোর’কেই প্রাধান্য দিচ্ছে: গুতেরেস

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

ভারত–পাকিস্তানসহ ট্রাম্পের ‘শান্তি পরিষদে’ ডাক পেল যেসব দেশ