হোম > বিশ্ব

কানাডায় গোলাগুলিতে বন্দুকধারীসহ নিহত ৩

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন বন্ধুকধারীও রয়েছেন। এ ছাড়া দুজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার ভোরে এই হতাহতের ঘটনা ঘটেছে। ব্রিটিশ কলাম্বিয়া পুলিশের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পুলিশ জানিয়েছে, ভ্যাঙ্কুভারের শহরতলির ল্যাংলি শহরে মধ্যরাতে গোলাগুলি শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে দুই পুরুষকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ আরও জানিয়েছে, বন্দুকধারীকে আহত অবস্থায় শনাক্ত করা হয়েছিল এবং পুলিশ কর্মকর্তারা গুলি করে তাঁকে হত্যা করেছেন। 

রয়্যাল কানাডীয় মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বন্দুকধারী একাই গুলি চালিয়েছিলেন কি না, সে ব্যাপারে আমরা এখনো তদন্ত করছি। এখন পর্যন্ত অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।’ 

জননিরাপত্তার জন্য আর কোনো হুমকি নেই বলেও জানিয়েছেন গালিব ভায়ানি। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ল্যাংলি শহর এবং ল্যাংলির টাউনশিপ এলাকাজুড়ে অন্তত পাঁচটি আলাদা আলাদা জায়গায় গোলাগুলি হয়েছে। এ সময় পুলিশ সাধারণ মানুষকে একটি ক্যাসিনোর পার্কিং লট ও একটি বাসস্টপসহ বেশ কয়েকটি এলাকা থেকে দূরে থাকতে বলেছিল। 

বন্দুকধারী ও নিহতদের শনাক্ত করা হয়েছে, তবে তাঁদের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। 

যুক্তরাষ্ট্রের তুলনায় কানাডায় বন্দুকধারীর গোলাগুলির ঘটনা কম। দেশটিতে কঠোর বন্দুক আইন রয়েছে। তবে কানাডয়ীদের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি রয়েছে। কানাডায় মর্মান্তিক গণগুলির ঘটনা ঘটেছিল ২০২০ সালে। দেশটির নোভা স্কটিয়ার পোর্টাপিকে একজন বন্দুকধারী গুলি করে ১৩ জনকে হত্যা করেছিলেন। এ ছাড়া আগুন দিয়ে ৯ জনকে মেরে ফেলেছিলেন। 

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ভেনেজুয়েলার মতো তাইওয়ানের নেতাদের তুলে নিতে পারবে কি চীন

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার