রাশিয়া-ইউক্রেন ইস্যুতে জেলেনস্কিকে নিয়ে ঠাট্টা-তামাশা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলসোনারো বলেন, একজন কৌতুক অভিনেতার হাতে তার প্রতিপক্ষের লোকেরা তাদের আশা রেখেছিল। বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলসোনারো ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ব্রাজিল ও রাশিয়া বাস্তবিকভাবে ভ্রাতৃপ্রতিম দেশ।
বলসোনারো আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলার ঘটনায় ব্রাজিল নিরপেক্ষ থাকবে। আমরা এ ব্যাপারে কোনো পক্ষই নেব না।
সংবাদ সম্মেলনে বলসোনারো দাবি করেন, রোববার তাঁর সঙ্গে পুতিনের দুই ঘণ্টা কথা হয়। তবে পরে অবশ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারটি স্পষ্ট করে বলেন, সম্প্রতি প্রেসিডেন্টের মস্কো সফরের সময় এই আলোচনা হয়।