হোম > বিশ্ব > ইউরোপ

শিগগির মারা যাবেন পুতিন, তারপর সব শেষ হয়ে যাবে: জেলেনস্কি

আজকের পত্রিকা ডেস্ক­

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগির মারা যাবেন বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগির মারা যাবেন এবং এরপর সব সংকট সমাধান হয়ে যাবে। এমনটাই বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সম্প্রচারমাধ্যম ইউরোভিশন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জেলেনস্কি সাক্ষাৎকারে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতায় আছেন, তা থেকে তাঁকে বের করে আনা উচিত হবে না যুক্তরাষ্ট্রের।

জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময় এল, যার একদিন আগেই রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে জ্বালানি অবকাঠামোতে হামলা এবং শত্রুতা বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে রাজি হয়েছে।

প্যারিস সফরের সময় জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমেরিকার পুতিনকে এই বিশ্বব্যাপী বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এটা বিপজ্জনক। এটা অন্যতম বিপজ্জনক মুহূর্ত।’

জেলেনস্কি বলেন, পুতিন ‘মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে’ চান এবং তাঁর উচ্চাকাঙ্ক্ষা শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ নয়, বরং তা ‘পশ্চিমের সঙ্গে সরাসরি সংঘাতের’ দিকেও নিয়ে যেতে পারে। জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে পুতিনের ওপর চাপ বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রুশ নেতা ইউরোপীয়-আমেরিকান জোটকে ভয় পান এবং এটিকে বিভক্ত করতে চান।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও যোগ করেন, পুতিন নিজের মৃত্যুকে খুবই ভয় পান। জেলেনস্কি বলেন, ‘তিনি শিগগিরই মারা যাবেন, এটা একটা বাস্তবতা এবং এরপর সবকিছু শেষ হয়ে যাবে।’

সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সঙ্গে সর্বশেষ দফা আলোচনার পর দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমিত যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ববাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধার, সামুদ্রিক বিমা খরচ কমানো এবং এই ধরনের লেনদেনের জন্য বন্দর ও পেমেন্ট সিস্টেমে প্রবেশাধিকার বাড়াতে সাহায্য করবে।’

আলোচনা চলাকালে রাশিয়ার কাছ থেকে কোনো ছাড় আদায় করা হয়েছে বলে মনে হয় না। ইউক্রেন এর আগে, গত ১১ মার্চ ওয়াশিংটনের পক্ষ থেকে ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছিল, তবে মস্কো তা প্রত্যাখ্যান করে।

জেলেনস্কি বলেন, কৃষ্ণ সাগরের সীমিত যুদ্ধবিরতি ‘অবশ্যই যুদ্ধ শেষ করার দিকে একটি পদক্ষেপ’ তবে তিনি সীমাহীন শত্রুতা বন্ধে ইউক্রেনের অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।’

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

মার্কিন নজর এড়িয়ে কীভাবে তেল পাচার করে ভেনেজুয়েলার গোপন নৌবহর

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র