হোম > বিশ্ব

ধর্ষণে দণ্ডিত ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহো গ্রেপ্তার

ইতালির নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের দায়ে ৯ বছরের কারাদণ্ড পাওয়া ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহো গ্রেপ্তার হয়েছেন। 

প্রত্যর্পণে ব্যর্থ হয়ে ব্রাজিলেই তাঁর সাজা কার্যকর করার অনুরোধ জানায় ইতালি সরকার। সেই অনুরোধে সাড়া দিয়ে গত বুধবার রবিনহোর দণ্ড বহাল রেখে পরোয়ানা জারি করে। এরপর গতকাল বৃহস্পতিবার ব্রাজিলের সান্তোস শহরে নিজের ফ্ল্যাট থেকে ৪০ বছর বয়সী রবিনহোকে গ্রেপ্তার করে পুলিশ। 

২০১৩ সালে মিলান শহরে এক নাইট ক্লাবে আলবেনীয় নারীর সংঘবদ্ধ ধর্ষণে অংশ নেওয়ার দায়ে দুই বছর আগে ইতালির আদালত রবিনহোকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু দণ্ডিত হলেও নাগরিকদের বিদেশে সাজা ভোগ করতে দেয় না ব্রাজিল। তাই দেশেই তাঁর সাজা কার্যকরের অনুরোধ জানায় ইতালি সরকার। এদিকে রবিনহোর পক্ষে গ্রেপ্তারাদেশ স্থগিতের আবেদন করা হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তাঁর দণ্ড বহাল রেখে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

ব্রাজিলের বিচারের ব্যবস্থায় নেওয়া সিদ্ধান্ত স্থানীয় গণমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে। অনেকে আশঙ্কা করেছিলেন, খ্যাতি ও সম্পদের জোরে রবিনহো ন্যায়বিচার এড়িয়ে যেতে পারেন।

ধর্ষণের ঘটনার সময় ব্রাজিলের সাবেক এই আন্তর্জাতিক ফুটবলার ইতালির ফুটবল ক্লাব এসি মিলানের হয়ে খেলছিলেন। দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি আপিল করেও হেরে যান। ২০২২ সালে ইতালির সর্বোচ্চ আদালত তাঁর সাজা বহাল রাখেন।

এরপর ইতালির কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ম্যানচেস্টার সিটিতে দুই বছর কাটিয়ে আসা এই ফুটবলার গত রোববার (১৭ মার্চ) ব্রাজিলের একটি নেটওয়ার্ককে বলেন, ‘ওই নারীর সঙ্গে সম্মতিক্রমেই তাঁর যৌন সম্পর্ক হয়েছিল।’

ইয়েমেনে আমিরাতের গোপন বন্দিশালা, মজুত করেছিল বিপুল বিস্ফোরক

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

সৌদি আরবে প্রবাসীদের কাজের সুযোগ কমছে, ১৮ পেশায় ৬০ শতাংশ ‘সৌদিকরণ’ বাধ্যতামূলক

গ্রিনল্যান্ড বাঁচাতে ঐক্যবদ্ধ ইউরোপ, শুল্কের খড়্গ হাতে ট্রাম্প

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে যাচ্ছে মার্কিন সামরিক বিমান, ডেনমার্ক পাঠাচ্ছে বাড়তি সেনা

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের পা রাখতে দেবেন না নেতানিয়াহু

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

ট্রাম্পের শান্তি পরিষদে ডাক পেয়েছেন পুতিনও

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭