হোম > বিশ্ব

প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকছেন না প্রধানমন্ত্রী জনসন এবং মেগান

প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ওদিকে ব্রিটিশ রাজকীয় মর্যাদা ত্যাগ করা প্রিন্স হ্যারি দাদার শেষকৃত্যে থাকলেও থাকছেন না তার স্ত্রী মেগান মার্কেল।

যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে, মহামারীর কারণে প্রিন্স ফিলিপের শেষকৃত্যে খুব বেশি লোকসমাগম হবে না। উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জ চ্যাপেলে প্রিন্স ফিলিপের সন্তান, নাতি-নাতনি এবং তার পরিবারের ঘনিষ্ঠরাসহ মাত্র ৩০ জন শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। অনলাইন এবং টিভিতে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বয়স বিবেচনায় শেষকৃত্যে থাকবেন না প্রধানমন্ত্রী বরিস জনসন। আর মেগান অন্তঃসত্ত্বা। চিকিৎসকের পরামর্শেই তিনি শেষকৃত্যে যোগ দিচ্ছেন না। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।

গত শুক্রবার ৯৯ বছর বয়সে মারা যান ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ।

রাজপরিবারের ইতিহাসে সর্বোচ্চ ৭৩ বছরের দাম্পত্য জীবন পার করেছেন এলিজাবেথ–ফিলিপ।  আগামী শনিবার প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় রোববার সকালের পরে ক্যানটারবেরি ক্যাথিড্রালে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে।

ইরানে বিক্ষোভে নিহত ২০০০, বেসরকারি সূত্রমতে ১২০০০

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিনদের দ্রুত ইরান ছাড়তে বলল ট্রাম্প প্রশাসন

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে: আরাগচি

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন