হোম > বিশ্ব

রিও ডি জেনিরোতে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে মৃত ৩৪

ব্রাজিলে প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। দেশটির রিও ডি জেনিরোর পার্বত্য অঞ্চলে এই ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও এপির পৃথক দুই প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

ব্রাজিল সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। 

ব্রাজিলের ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮০ জনেরও বেশি সৈন্য ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মঙ্গলবার ওই এলাকায় মাত্র ৩ ঘণ্টার মধ্যে প্রায় ২৫.৮ সেন্টিমিটার (১০ ইঞ্চিরও বেশি) বৃষ্টিপাত হয়েছে যা সম্মিলিতভাবে বিগত ৩০ দিনের চেয়েও বেশি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে দেখা যায়, বন্যার স্রোতে ওই এলাকার ঘরবাড়ি ও গাড়িগুলো পানিতে ভেসে যাচ্ছে। স্রোতের বেগ এত বেশি ছিল যে, ওই এলাকার ঘরবাড়ির ধ্বংসাবশেষ এবং গাড়িগুলো পার্শ্ববর্তী শহর পেট্রোপোলিসের মধ্য দিয়ে ভেসে যাচ্ছে। 

পেট্রোপোলিস শহরের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রবল বর্ষণ ওই এলাকায় বিপুলসংখ্যক দুর্ঘটনা ঘটেছে এবং প্রচুর মানুষ হতাহত হয়েছে। যেকোনো মূল্যে উদ্ধার তৎপরতা চালিয়ে নেওয়া হবে। 

এ দিকে এই ঘটনার পর রাশিয়া সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এক টুইটে জানিয়েছেন, তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে ঘটনাস্থলে তাৎক্ষণিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। 

বলসোনারো তাঁর টুইটে লিখেছেন, ‘ভুক্তভোগীদের পরিবারের প্রতি ঈশ্বর সহায় হোন।’ 

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার